ইস্টবেঙ্গল বিদায় জানাতেই সুযোগ পেয়ে গেলেন প্রীতম

প্রীতম কুমার সিং-কে (Pritam Kumar Singh) বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল মণিপুরের এই ডিফেন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা।

Pritam Kumar Singh

প্রীতম কুমার সিং-কে (Pritam Kumar Singh) বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল মণিপুরের এই ডিফেন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা। ইস্টবেঙ্গলের সঙ্গে পথ চলা শেষ হলেও অবশ্য সমস্যায় পড়লেন না প্রীতম। দ্রুত পেয়ে গেলেন নতুন ক্লাব।

আই লীগের আসন্ন নতুন মরসুমের আগে প্রীতম কুমার সিং-কে দলে নিয়েছে Trau এফসি। প্রীতমের ইন্ডিয়ান সুপার লীগ খেলার অভিজ্ঞতা রয়েছে। Trau এফসি তরফে জানানো হয়েছে, তরুণ এই ডিফেন্ডারের সংযোজনের ফলে তাদের রক্ষণভাগের ক্ষমতা আরও বৃদ্ধি পেল। সেই সঙ্গে আগামী দিনে কাজে লাগবে প্রীতমের অভিজ্ঞতা।

দুই দফায় লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রীতম কুমার সিং। দু’বারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। আই লীগে শিলং লাজংয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছিলেন প্রীতম। একাধিক ISL ক্লাবের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। নর্থ ইস্ট ইউনাইটেড প্রথম তাকে ইন্ডিয়ান সুপার লীগ খেলার সুযোগ দিয়েছিল। পরে ইস্টবেঙ্গল দলে নিয়েছিল মণিপুরের এই ডিফেন্ডারকে। দেশে সেরা ফুটবল টুর্নামেন্টে হতাশ করেছেন প্রীতম কুমার সিং। ইস্টবেঙ্গল ছাড়াও অতীতে যুক্ত ছিলেন কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসির সঙ্গে।