চলতি মাসে এটিকে মোহনবাগানের সাথে চুক্তি শেষ হতে চলেছে মোহনবাগানের, এরপর থেকেই জোর জল্পনা ক্লাব ছাড়তে চলেছেন তিনি।কিন্তু অবশেষে সবুজ- মেরুনের অধিনায়ক’কে কেন্দ্র করে যাবতীয় জল্পনার অবসান ঘটলো।
শোনা যাচ্ছে তিন বছরের চুক্তিতে ফের মোহনবাগানে’ই থাকতে চলেছেন কোটাল।তবে আগের চুক্তি থেকে বেশি টাকা পেতে চলেছেন তিনি এবার।নতুন চুক্তি অনুযায়ী পূর্বের চুক্তি থেকে ৩০ শতাংশ বেশি টাকা পাবেন তিনি এবার।সব মিলিয়ে আগামী ৩ বছর পাঁচ কোটি টাকা অর্জন করবেন প্রীতম।এর পাশাপাশি পারফরম্যান্স ভালো থাকলে দুই বছর চুক্তি বাড়তে পারে তার।
সূত্রের খবর অনুযায়ী আগামী ৪ বছরের জন্য প্রীতম’কে লোভনীয় প্রস্তাব দিয়েছিলো কেরেলা ব্লাস্টার্স।কিন্তু মোহনবাগানে’ই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলো প্রীতম।তবে এখনও সরকারি ভাবে কোনও চুক্তিপত্রে সই করেননি তিনি।বর্তমানে মোহনবাগানের চিফ অপারেটিং অফিসার ভেনে চোপড়া ব্যস্ত আইপিএলে লখনউ সুপার জায়ান্টস’কে নিয়ে।তিনি ফাঁকা হতেই সই সারবেন প্রীতম।