বিগত বেশকিছু মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দাপিয়ে খেলেছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। জিতেছেন একাধিক ডার্বি। এমনকি শেষ ফুটবল মরশুমে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছেন আইএসএল। এতকিছুর পরেও আর শহরে থাকা হলনা উত্তরপাড়ার এই বাঙালি ফুটবলারের। আগত নতুন ফুটবল মরশুমের জন্য এটিকে মোহনবাগান ছেড়ে এবার ইভান ভুকোমানোভিচের কেরালার পথে পা দিতে হল ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডারকে। যা দেখে মন খারাপ সবুজ-মেরুন সমর্থকদের।
আরও পড়ুন: Pritam Kotal: এবার জীবনের দ্বিতীয়ার্ধ শুরু সবুজ-মেরুন অধিনায়কের
পূর্বে একাধিক ফুটবল দলে খেললেও মোহনবাগানে খেলেছেন প্রায় অনেকটা সময়। এক কথায় বলতে গেলে সবুজ-মেরুন ব্রিগেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। তবে পেশাদার ফুটবলার হওয়ার দরুন ইচ্ছা না থাকলেও অনেক সময় নিতে হয় কঠিন সিদ্ধান্ত। আজকের বিকেলটা ও ঠিক তেমনটাই ছিল প্রীতম কোটালের। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আজ শহর ছেড়ে কোচি উড়ে যেতে হল এই তারকা ফুটবলারকে।
Thank you for the countless memories in our prestigious shirt and leading us to our first ever ISL title 💚♥️
Farewell and best of luck Pritam Kotal 🟢🔴@mohunbagansg#joymohunbagan #mbsg #mohunbagansg #mohunbagan #pritamkotal #marinersarena #mariners #RPSG pic.twitter.com/28kCmuB288
— Mariners' Arena (@ArenaMariners) July 14, 2023
একটা সময় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির তরফ থেকে ও প্রস্তাব এসেছিল এই তারকা ফুটবলারের কাছে। তবে শেষ পর্যন্ত নিজের পুরোনো দল মোহনবাগানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রীতম। তবে তা আর সম্ভব হল না। আসলে, গত কয়েকদিন আগেই কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে সোয়াপ ডিল করে প্রীতম কে ছেড়ে সাহাল আবদুল সামাদকে দলে টেনেছে সবুজ-মেরুন। সেজন্য, প্রবল অনিচ্ছা সত্ত্বেও দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে মেনে নিতে হয়েছে সমস্ত কিছু। তাই এবার আর মোহনবাগান নয় কেরালার হলুদ জার্সিতে নিজের নতুন জার্নি শুরু করবেন তিনি।
🙌🏻💪🏽❤️ https://t.co/TKSqSnw1vm
— Pritam Kotal (@KotalPritam) July 17, 2023
তাই আজ বিকেলে উদাসী মন নিয়ে শহর ছাড়াও সময় স্ত্রীকে চুম্বন দিয়ে সোজা এগিয়ে গেলেন নিজের গন্তব্যে। কিন্তু শহর ছাড়লেও মনে থেকে গিয়েছে মোহনবাগান। সেজন্য, আজ শহর ছাড়ার সময় ও তার পিঠে দেখা গেল সেই পরিচিত সবুজ-মেরুন ব্যাগ। শেষ বেলায় দলের সমর্থকদের সঙ্গে সেলফি তোলা ও করমর্দন করার পরেই চলে গেলেন বাগানের এই প্রাক্তন অধিনায়ক।