Punjab FC: হাতছাড়া লাল-হলুদের, প্রিন্সটনকে চূড়ান্ত করল পাঞ্জাব

শেষ মরশুমে আইলিগ জয় করার সুবাদে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথমদিকে হতশ্রী অবস্থা থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে ছন্দে…

Odisha FC Midfielder Princeton Rebello

শেষ মরশুমে আইলিগ জয় করার সুবাদে এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথমদিকে হতশ্রী অবস্থা থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে ছন্দে আসে দল। তারপর থেকেই ম্যাচ জেতার সূচনা। পরবর্তীতে সেখান থেকেই এগিয়ে আসতে শুরু করে এই নয়া ফুটবল দল।

একটা সময় আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই বদলাতে থেকেছে পরিস্থিতি। স্টাইকোস ভার্গেটিসের তত্ত্বাবধানে প্লে-অফের লড়াইয়ে চলে আসে এই ফুটবল ক্লাব। কিন্তু কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে পরাজিত হওয়ার দরুন অনেকটাই পিছিয়ে পড়তে হয় তাদের।

   

তবে নিয়ম রক্ষার ম্যাচে তারা পরাজিত করে দেয় কলকাতা ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। এই ম্যাচ জয়ের ফলে প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে যায় মশাল ব্রিগেড। যা নিয়ে কিছুটা হলেও হতাশ দলের সমর্থকরা। তবে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ ইস্টবেঙ্গল ক্লাব।‌ সেইমতো এই ফুটবল টুর্নামেন্টের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে ইমামি ম্যানেজমেন্টের। সেই তালিকায় ছিল ওডিশা এফসির দাপুটে ফুটবলার প্রিন্সটন রেবেলোর নাম। এই আইএসএল মরশুমে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। ১৭টি আপিয়ারেন্সের পাশাপাশি একটি গোল ও একটি অ্যাসিস্ট থেকেছে এই তরুণ ফুটবলারের।

তাকে পাওয়ার জন্যই ঝাপিয়ে ছিল কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। শোনা গিয়েছিল, কথাবার্তা ও নাকি অনেকদূর এগিয়ে গিয়েছিল তার সঙ্গে। কিন্তু শেষ রক্ষা হলো না। বিশেষ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আগামী তিনটি সিজনের জন্য পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন বছর পঁচিশের এই ভারতীয় মিডফিল্ডার। যা নিঃসন্দেহে শক্তি বাড়াবে পাঞ্জাব দলের।