ইস্টবেঙ্গলের প্রস্তুতি ম্যাচে তারকা ফুটবলারদের উপস্থিতি কিসের ইঙ্গিত

রবিবার নিজেদের প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ০-৩ গোলে হারিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আর এদিনই মাঠে এসেছিল লাল হলুদ শিবিরের দুই প্রাক্তনী ক্ল্যাইম্যাক্স লরেন্স এবং…

IM Vijayan

short-samachar

রবিবার নিজেদের প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ০-৩ গোলে হারিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আর এদিনই মাঠে এসেছিল লাল হলুদ শিবিরের দুই প্রাক্তনী ক্ল্যাইম্যাক্স লরেন্স এবং আইএম বিজয়ন। রাজারহাটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নবনির্মিত গ্রাউণ্ডে রবিবার, প্রস্তুতি ম্যাচ দেখলেন দুই প্রাক্তন তারকা ফুটবলার।

   

এদিন প্রস্তুতি ম্যাচে এসে দুই প্রাক্তনীর সঙ্গে ফটো সেশন শেয়ার করেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইন। প্রসঙ্গত, ক্ল্যাইম্যাক্স লরেন্স এবং আইএম বিজয়ন দুই ফুটবলারই বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইনের প্রশিক্ষণে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন। নিজের দুই ছাত্রকে কাছে পেয়ে স্বভাবতই উল্লসিত হয়ে ওঠেন লাল হলুদ ব্রিগেডের হেডস্যার স্টিফেন কনস্টাটাইন।বর্তমানে আই এম বিজয়ন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং এই কমিটির সদস্য ক্ল্যাইম্যাক্স লরেন্স।

সূত্রে খবর, প্রাক্তন দুই ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গলের এক শীর্ষ কর্তার বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। নবনির্বাচিত ফেডারেশন কমিটির আগামী দিনের রোডম্যাপ বিশেষত, ভারতীয় ফুটবলের টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা হয়েছে এমনটাই খবর। সূত্রে এমনটাও জানা গিয়েছে যে, ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল নিয়ে গ্রাসরুট পরিকল্পনা নিয়ে আগামী দিনে আরও কথাবার্তা এগোতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে।