এটিকে মোহন বাগান ছাড়ার ইচ্ছা ছিল না প্রবীর দাসের। (Prabir Das) বাগান থেকে বেরনোর পর এমনটাই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি করেছেন কিছু চাঞ্চল্যকর মন্তব্য।
মোহনবাগান ক্লাবের পরিচিত মুখ প্রবীর দাস। সবুজ মেরুন সমর্থকদের খুন পছন্দের ফুটবলার তিনি। গত ইন্ডিয়ান সুপার লিগেও ধারাবাহিক খেলেছিলেন। প্রতি ম্যাচে প্রথম একাদশে না খেললেও, সমর্থকদের কখনও নিরাশ করেননি তিনি। তারপরেও এটিকে মোহন বাগান কেন তাঁকে রিলিজ করে দিল সে ব্যাপারে প্রশ্ন আগেও উঠেছে।
ক্লাব ছাড়ার পর প্রবীর দাস বলেছেন, ‘মোহনবাগান ছাড়ার ইচ্ছা আমার কখনই ছিল না। ক্লাব ছাড়ার জন্য আমাকে জোর করা হয়েছে। কিছু মানুষের জন্য আমার খারাপ লাগছে। এতো কিছু পর আমার সঙ্গে যে এরকম হতে পারে সেটা মেনে নিতে পারছি না। বছরের পর বছর এই ক্লাবের হয়ে ঘাম ঝরিয়েছি।’
প্রবীর দাস বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যাচ্ছেন বলে আগেই জানা গিয়েছিল। তাঁর বদলে এটিকে মোহন বাগানে যোগ দিয়েছেন আশিক কুরুনিয়ান। একটি সোয়াপ ডিলের মাধ্যমে ফুটবলার অদল-বদল হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছিল। প্রবীর দাসের বন্ধু রয় কৃষ্ণাকেও বাগান বিদায় জানিয়েছে। তিনিও এটিকে মোহন বাগান ছাড়ার পর খুব একটা খুশি ছিলেন না।