ইস্টবেঙ্গলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রবীর দাস

সদ‍্য এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়ে বেঙ্গালুরু এফসি’তে যোগদান করেছিল প্রবীর দাস (Prabir Das)। দীর্ঘদিন ধরেই চলছিলো জল্পনা যে, রয় কৃষ্ণার পর বাগান ছাড়বেন…

Prabir Das explained the reason for returning the offer of East Bengal

সদ‍্য এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়ে বেঙ্গালুরু এফসি’তে যোগদান করেছিল প্রবীর দাস (Prabir Das)। দীর্ঘদিন ধরেই চলছিলো জল্পনা যে, রয় কৃষ্ণার পর বাগান ছাড়বেন এই তারকা ফুটবলার। অবশেষে এই বাঙালি ফুটবলার ক্লাব ছাড়ার সাথে সাথেই সবুজ মেরুন থেকে বিলীন হল কৃষ্ণা-প্রবীর জুটি।

প্রবীরের মোহনবাগান ছাড়ার পর থেকেই একাধিক ক্লাবের সাথে জড়িয়েছে তার নাম। তালিকায় ছিল ইস্টবেঙ্গলের নাম। স্বয়ং ফুটবলার এই খবর নিজেই জানিয়েছেন৷ তিনি বলেছেন, “ইস্টবেঙ্গল আমাকে প্রস্তাব দিয়েছে। এটাও কলকাতার ক্লাব, কিন্তু আমি এমন কিছু করবো না, যার জন্য সমর্থকরা কষ্ট পাবে। এর আগে একাধিক বার আমায় প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু আমি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়নি। বড় প্রস্তাব পেলেও, সমর্থকদের কথা ভেবে যাইনি ওই ক্লাবে। আমি প্রস্তাব পেয়েছি বড় ক্লাবের, কিন্তু এমন কোনও কাজ করবো না যাতে সমর্থক’রা কষ্ট পায়।”

Roykrishna with prabir

বছর তিনেকের চুক্তিতে প্রবীর যোগদান করলেন বেঙ্গালুরু এফসি’তে। সোমবার এই খবর নিজেদের ট‍্যুইটার হ‍্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেয় সংশ্লিষ্ট ক্লাব। আশিক কুরুনিয়নের ক্লাব ছাড়ার পর জোর জল্পনা শুরু হয় বেঙ্গালুরু’তে যোগদান করবেন প্রবীর।একাধিক পজিশনে খেলতে পারেন প্রবীর৷ উইং ব‍্যাকের পাশাপাশি খেলতে পারেন মিডফিল্ড পজিশনে। বর্তমানে ভারতের ফুটবলের তারকা বঙ্গসন্তানকে পেয়ে দারুণ খুশি তার ক্লাব। এবার বেঙ্গালুরু খেলতে নামবে নতুন কোচ সাইমন গ্রেসনের কোচিংয়ে,নতুন ক্লাব, নতুন কোচের সহচার্যে কিভাবে নিজেকে মেলে ধরেন প্রবীর, এখন সেটাই দেখার বিষয়।