ATK Mohun Bagan : ইরানের জাতীয় দলে নব্বইয়ের বেশি ম্যাচ খেলা স্ট্রাইকারকে চাইছে বাগান

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস দু’জনকেই বিদায় জানিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিগত কয়েক মরশুম ধরে এই দুই তারকাই ছিলেন কলকাতার ক্লাবের গোল করার…

karim-ansarifard

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস দু’জনকেই বিদায় জানিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিগত কয়েক মরশুম ধরে এই দুই তারকাই ছিলেন কলকাতার ক্লাবের গোল করার প্রধান ফুটবলার। তাঁদের অবর্তমানে একজন ভালো মানের ফুটবলারের খোঁজে রয়েছে এটিকে মোহন বাগান। 

শোনা যাচ্ছে ইরানের জাতীয় দলে দাপটের সঙ্গে খেলা ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছে এটিকে মোহন বাগান। Karim Ansarifard বাগানের নজরে রয়েছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সিতে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ইরানের জাতীয় দলের হয়ে ৯০ টির বেশি ম্যাচ খেলেছেন করিম। গোলও করেছেন অনেক। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড যেমন নিজে গোল করতে পারেন, তেমনই অন্য দিয়ে গোল করাতেও পারেন। 

তাঁর ক্লাব কেরিয়ারও বেশ আকর্ষণীয়। ২০০৭ সাল থেকে ইতিমধ্যে বিশ্বের একাধিক নামকরা ক্লাবে তিনি খেলেছেন। স্পেনের নামী ক্লাব ওসাসুনার হয়েও বেশি কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন। অলিম্পিয়াকস, নটিঙ্ঘ্যাম ফরেস্টের মতো ক্লাবের জার্সি তুলেছেন গায়ে। সব মিলিয়ে করিমের ট্র্যাক রেকর্ড বেশ ভালো।