১৬ মিনিটেই খেলা শেষ! বল হাতে ‘নিউজিল্যান্ড’বধের নায়ক জয়সুরিয়া

শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সনৎ জয়সুরিয়া নন। তিনি প্রভাত জয়সুরিয়া। ব্যাট হাতে না পারলেও বল হাতে বর্তমানে গলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড টেস্টে (SL vs NZ)…

Prabath Jayasuriya's 5-Wicket Haul Secures Victory for Sri Lanka in NZ Series

শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সনৎ জয়সুরিয়া নন। তিনি প্রভাত জয়সুরিয়া। ব্যাট হাতে না পারলেও বল হাতে বর্তমানে গলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড টেস্টে (SL vs NZ) লঙ্কার পরিত্রাতা হিসেবে আবির্ভুত হয়েছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দ্বিতীয় ইনিংসে তাঁর পাঁচ উইকেট গতকাল খেলার গতিপ্রকতি বদলে দিয়েছে নিমেষেই। তাঁর এই ‘অসাধারণ’ পারফরম্যান্সের সুবাদেই দ্বিতীয় ইনিংসে ২৭৫ রানের টার্গেট নিয়ে খেলতে নামা কিউয়ি ব্যাটাররা থমকে যান মাত্র ২১১ রানে। এদিন ভয়ঙ্কর হয়ে ওঠা নিউজিল্যান্ড ব্যাটার রচিন রবীন্দ্রের অতিমানবিক ইনিংসও ‘ফিকে’ হয়ে যায় দ্বীপরাষ্ট্রের স্পিনারের কাছে।

উপমহাদেশের উইকেটে খেলা হলেই স্পিনারদের কাজ থাকে যতটা দ্রুত সম্ভব দলের জন্য উইকেট তুলে নেওয়া। গল টেস্টের চতুর্থ দিনে সেইকাজটাই করে দেখালেন প্রভাত জয়সুরিয়া। এই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথমে ব্যাট করে ৩০৫ রান খাড়া করে শ্রীলঙ্কা। এদিন শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করে কামিন্দু মেন্ডিস। জবাবে তিন ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫ রানের লিড নেয় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কিউয়ি স্পিনার এজাজ প্যাটেলের ৬ উইকেটে লঙ্কানরা অলআউট হয়ে যান ৩০৯ রানে। ফলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান।

   

কলকাতায় ‘অতিথি’ অভিষেক ডালমিয়া!

এদিন জিততে হলে নিউজিল্যান্ডকে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড করতে হতো। সেই লক্ষ্যে সফরকারীদের আশা-ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ কিউয়ি ব্যাটার রাচিন রবিন্দ্র। এদিন তিনি ছাড়া আর কেউ সেভাবে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। উইলিয়ামসন (৩০) কিছুটা চেষ্টা করলেও জয়সুরিয়ার ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি। এদিন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া জয়াসুরিয়ার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার, যা টেস্ট ক্যারিয়ারে তাঁর অষ্টম ‘ফাইফার’। এর মধ্যে সাতটিই নিয়েছেন গলে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই টেস্টে নিউজিল্যান্ডকে (SL vs NZ) হারিয়ে ক্রমতালিকায় আরো একধাপ ওপরে উঠে এল শ্রীলঙ্কা। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে তাঁরা। এছাড়াও লঙ্কানরা এই টেস্ট খেলল দুজন প্রেসিডেন্টের সময়ে। যখন এই টেস্ট খেলতে নামে, তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন রনিল বিক্রমাসিংহে। বর্তমানে নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। এদিন ম্যাচ জেতার পর নতুন প্রেসিডেন্ট নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। তবে দুই দলের সিরিজ নির্ধারণী টেস্টও হবে গলে। ম্যাচ শুরু আগামী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)।