দীর্ঘদিন ধরে অসুস্ত রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)। গত রবিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরিবারের সূত্রে খবর, অভিনেতার অবস্থা খুব একটা ভাল নয়। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷
হাসপাতাল সূত্রের খবর, এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে৷ মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। যদিও দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি৷ তবে বাড়িতে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হতে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। মনোজ মিত্রের অসুস্থতার কারণে মন খারাপ সিনেমহলের৷