এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দল। একটি জামশেদপুর এফসির সঙ্গে অন্যটি হায়দরাবাদ এফসির সঙ্গে। জামশেদপুর এফসির সঙ্গে জেতা ম্যাচ ড্র করলেও হায়দরাবাদ দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের যথেষ্ট ভালো স্থানে রয়েছে কলকাতার এই প্রধান। আগামী ৪ঠা অক্টোবর বেঙ্গালুরুর ঘরে মাঠে সাইমনের দলের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল।
সেইমতো রাজারহাটের এক্সিলেন্স মাঠে অনুশীলন চালায় গোটা দল। আগামী মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। দলের সাথেই এদিন পাল্লা দিয়ে অনুশীলন করেন নয়া বিদেশি তারকা হিজাজি মাহির। যথেষ্ট চনমনে মনোভাবেই দেখা যায় তাকে। তবে অনুশীলন থেকে খুব অল্প সময়ের মধ্যেই ফিরে যান দলের দুই তারকা ফুটবলার তথা জাভিয়ের সিভেরিও টোরো ও কমলজিৎ সিং। পাশাপাশি একেবারে আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায় দলের আরেক তারকা ফুটবলার এডুইন সিডনি ভান্সপলকে। সেইসাথে রিহ্যাব সারেন বিনো জর্জের দুই ভরসাযোগ্য ফুটবলার তথা অভিষেক কুঞ্জম ও আমন সিকে।
তবে এদিন দলের সাথে পুরোনো মেজাজে অনুশীলন করতে দেখা যায় লাল-হলুদের ভরসাযোগ্য ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। যারফলে, সব ঠিকঠাক থাকলে আগামী বেঙ্গালুরু ম্যাচ থেকেই দলের রক্ষনভাগ সামাল দিতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। পারফরম্যান্স ও যথেষ্ট নজর কেড়েছে সকলের। তাই সবদিক বিবেচনা করেই আগামী ম্যাচে তাকে দলে রাখতে পারেন কার্লোস কুয়াদ্রাত।