আরও দীর্ঘায়িত হতে পারে Shree Cement অধ্যায়

শ্রী সিমেন্ট (Shree Cement) অধ্যায় আরও দীর্ঘায়িত হতে পারে। এমনটাই মনে করছেন ফুটবল মহলের একাংশ। আগামী দিনে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে বসুন্ধরা গ্রুপ (Basundhara) ঠিক কীভাবে যুক্ত থাকতে পারে সে ব্যাপারে এখনও রয়েছে প্রশ্ন। বসুন্ধরা সরাসরি ইনভেস্টর বা স্পনসর না হলে অন্য কোনো কোম্পানির নাম আবার ভেসে ওঠার সম্ভবনা রয়েছে বলে অনুমান। 

কিছু দিন আগে এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছিল যে ইস্টবেঙ্গলের প্রতি তাদের এখনও আগ্রহ রয়েছে। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার অন্য এক সাক্ষাৎকারে বলেছিলেন শ্রী সিমেন্ট কর্তারা সজ্জন। অর্থাৎ কথা এগোনোর জন্য দুই পক্ষই আলোচনার জায়গা খোলা রেখেছে। 

   

সূত্রের খবর, বাংলাদেশে যাওয়ার সময়েও লাল হলুদ কর্যারাদের ভাবনায় শ্রী সিমেন্টের নাম ছিল। বসুন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা হলেও সিমেন্ট কোম্পানিকে এখনই অংকের বাইরে রাখতে চাইছেন না ময়দানের একাংশ। বুধবার জানা গিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে যুক্ত হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। ফুটবল সংক্রান্ত বিভিন্ন দিকের উন্নয়নে কাজ হবে যৌথ ভাবে। 

এরপর প্রশ্ন উঠেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেই। শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ আদপে কী। বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সম্পর্ক আগামী দিনে কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে কৌতূহল রয়েছে। ১) ইনভেস্টর ২) বিনিয়োগকারী ৩) শ্রী সিমেন্ট – এই কয়েকটি বিষয়ে আলোচনার অবকাশ এখনও রয়েছে কলকাতা ময়দানে। যার মধ্যে দুটি কোম্পানির নাম জল্পনায় রয়েছে চরম ভাবে। শ্রী সিমেন্ট এবং বসুন্ধরা গ্রুপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন