Asani Cyclone: অশনি ঘূর্ণির গতিপথ পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ

সাগর দানব ফের জাগছে নতুন নাম নিয়ে। বঙ্গোপসাগর থেকে তৈরি ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) কোন দিকে যাবে তা জানতে চলছে বিশ্লেষণ। ভারত ও বাংলাদেশের আবহাওয়া…

Cyclone Asani to form over Bay of Bengal next week

সাগর দানব ফের জাগছে নতুন নাম নিয়ে। বঙ্গোপসাগর থেকে তৈরি ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani) কোন দিকে যাবে তা জানতে চলছে বিশ্লেষণ। ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগের সঙ্গে মায়ানমারও সতর্ক। এই তিন দেশের যে কোনও একটি উপকূলের দিকে যাবে অশনি। তিন দেশের উপকূলেই অশনি সংকেত জারির সম্ভাবনা।

তবে আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েকবছরে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলি হয় ভারত নয় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তাণ্ডবলীলা চালিয়েছে। এবার মায়ানমারের দিকটি বিশেষ লক্ষ্যনীয়।

   

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতের মৌসম ভবনের বিশ্লেষণে উঠে আসছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’ তে রূপান্তরিত হতে পারে৷

বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় আগামী ২৩ মার্চ বাংলাদেশের উপকূলে এবং মায়ানমারের উত্তরাঞ্চলের দিকেও অগ্রসর হতে পারে। বাংলাদেশের উপকূলে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগ আর মায়ানমারের রাখাইন, ইরাবতী, মন ও তানিন্থারি প্রদেশের দিকেও জারি হচ্ছে সতর্কতা।

ভারতের পূর্ব উপকূলের দিকে কি অশনি আসবে? এই উপকূলের পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে।

আসন্ন ঝড়ের প্রেক্ষাপটে আইএমডি ১৬ থেকে ২২ মার্চ বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে মাছধরা নৌকা ও জেলেদের না যাওয়ার পরামর্শ দিয়েছে। একইভাবে বাংলাদেশ ও মা়য়ানমার নিষেধাজ্ঞা জারি করেছে।