APL: মাঠ থেকে বের করে দেওয়া হল আম্পায়ারকে, সেমিফাইনালে তুমুল অশান্তি

American Premier League

আমেরিকান প্রিমিয়ার লিগ (APL) চলাকালীন আম্পায়ারদের মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, এপিএল থেকে ডাউন পেমেন্ট নেওয়ার পরও আম্পায়াররা এপিএল মালিকদের কাছ থেকে ৩০ হাজার ডলার দাবি করেন। ৩০ হাজার ডলার না পেলে আম্পায়াররা মালিকদের ব্ল্যাকমেইল করে সেমিফাইনাল বন্ধ করে দেন বলে অভিযোগ। এরপরই আয়োজকরা পুলিশকে ডেকে আম্পায়ারদের মাঠ থেকে বের করে দেন।

সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারদের মেসেজও ভাইরাল হচ্ছে। পিটার ডেলা পেনা নামে একটি অ্যাকাউন্ট থেকে আম্পায়ারদের বার্তার একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। একটি স্ক্রিনশটে লেখা ছিল, ‘আমি বিজয় প্রকাশ মালেলা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইসিসি প্যানেল আম্পায়ারদের একজন। আম্পায়ারদের এখনও বকেয়া ৩০ হাজার ডলার দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব খরচ আছে, কিন্তু আম্পায়াররা যখন এপিএল আয়োজকদের টাকা দিতে বলেন, তখন তারা পুলিশকে ফোন করেন। এরপর আম্পায়ারিং ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’

   

একই সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আমেরিকান প্রিমিয়ার লিগের এক্স অ্যাকাউন্ট থেকে তথ্য শেয়ার করা হয়। আমেরিকান প্রিমিয়ার লিগ টুইট করে জানায়, আম্পায়াররা এর আগে ডাউন পেমেন্ট পরিশোধ করলেও আম্পায়াররা ৩০ হাজার ডলার ব্ল্যাকমেইল করে সেমিফাইনাল ম্যাচ বন্ধ করতে বলেন। আম্পায়ারদের ম্যাচ চালিয়ে যেতে বলা হলে তারা রাজি হননি, এরপর পুলিশ ডাকা হয়। পুলিশ এসে আম্পায়ারদের মাঠ থেকে বের করে দেয়। আম্পায়ারদের কখনই ম্যাচ থামানোর হুমকি দেওয়া উচিত নয়। বিশেষ করে সেমিফাইনালের মতো বড় ম্যাচের জন্য তাদের অনেক চিন্তা করা উচিত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন