Rafał Zaborowski: ভারতে এবার লেওয়ান্দস্কির দেশের ফুটবলার!

রবার্ট লেওয়ান্দস্কির দেশের এক ফুটবলারকে নেওয়ার ব্যাপারে নাকি উৎসুক আই লীগের ক্লাব নেরোকা ফুটবল ক্লাব। শোনা গিয়েছে Rafał Zaborowski নামের এক খেলোয়াড়ের নাম।

rafał zaborowski

সব দলই চাইছে নিজেদের ভালো করে গুছিয়ে নিতে। সাধ্য মতো সামর্থ্যের মধ্যে ভারতের কম বেশি প্রায় দলই এবার নামকরা ফুটবলার দলে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবগুলো তো বটেই, আই লীগের ক্লাবগুলো পিছিয়ে নেই কোনো অংশ।

Advertisements

সম্প্রতি দল বদলের বাজারে শোনা যাচ্ছে পোল্যান্ডের এক ফুটবলারের নাম। রবার্ট লেওয়ান্দস্কির দেশের এক ফুটবলারকে নেওয়ার ব্যাপারে নাকি উৎসুক আই লীগের ক্লাব নেরোকা ফুটবল ক্লাব। শোনা গিয়েছে Rafał Zaborowski নামের এক খেলোয়াড়ের নাম। পোল্যান্ডের রাফাল খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ক্লাব ফুটবলে অভিজ্ঞতা রয়েছে ভরপুর। খেলেছেন পোল্যান্ডের অনূর্ধ্ব ১৮ জাতীয় দলে। দেশের হয়ে করেছিলেন গোল।

   

Rafał Zaborowski – এর বয়স বেশি না। তিরিশের কোঠায় এখনও প্রবেশ করেননি তিনি। সিনিয়র ফুটবল কেরিয়ারে একাধিক ক্লাবে খেলেছেন সুনামের সঙ্গে। সম্প্রতি খেলেছেন পোল্যান্ডের ক্লাব LKS Goczałkowice-Zdrój তে। অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি উইংয়ের দিকেও তিনি খেলতে পারেন। আক্রমণ গড়ার ক্ষেত্রে রয়েছে মুন্সিয়ানা।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Rafał Zaborowski নামের পোল্যান্ডের এই ফুটবলারের সঙ্গে কথা বলেছে ভারতের আই লীগের ক্লাব নেরোকা ফুটবল ক্লাব। যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আসন্ন মরসুমের আগে কিছুটা সমস্যায় রয়েছে এই ক্লাবটি। দেশের উত্তর পূর্ব অংশের উত্তপ্ত পরিস্থিতির কারণে সময়ে দল গঠন করার ব্যাপারে কিছুটা বিপাকে পড়েছে নেরোকা। আই লীগ শুরু হওয়ার আগে সাধ্য মতো দল গোছানোর চেষ্টা করছে ক্লাব ম্যানেজমেন্ট।