Ishan Pandita: এটিকে মোহনবাগানে খেলা হয়ত স্বপ্নই থেকে যাবে এই ফুটবলারের

এই দল বদলের বাজারে এটিকে মোহনবাগানে এক ফুটবলার যোগ দেওয়ার খবরকে কেন্দ্র করে দারুণ সাড়া ফেলেছিল ফুটবল প্রেমী মানুষদের মনে। কলকাতার কোনও ক্লাবেই পরবর্তী মরশুমে…

Ishan Pandita

এই দল বদলের বাজারে এটিকে মোহনবাগানে এক ফুটবলার যোগ দেওয়ার খবরকে কেন্দ্র করে দারুণ সাড়া ফেলেছিল ফুটবল প্রেমী মানুষদের মনে। কলকাতার কোনও ক্লাবেই পরবর্তী মরশুমে গন্তব্য হতে চলেছে ইশান পান্ডিতার (Ishan Pandita), এমনটাই শোনা যাচ্ছিল।

আরও পড়ুন: কলকাতার ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করল সুনীল ছেত্রীর উত্তরসূরী

বর্তমানে “সুপার সাব” হিসেবে নিজের একটা পরিচয় তৈরী করেছেন ইশান। জানা গিয়েছিল, বছর ২৪ এর এই স্ট্রাইকার রীতিমতো পড়াশোনা করেছেন কলকাতার ফুটবল নিয়ে। এবং তার পর থেকেই ভারতের অন‍্যতম এই ফুটবল পীঠস্থানের কোনও ক্লাবে খেলতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: David Simbo: সিমবো যোগ দিলেন নেরোকা এফসি’তে

এখনও অবধি পান্ডিতা’র কেরিয়ারের ৮০ শতাংশ গোল এসেছে ৭৫ মিনিটের পর। তাই “সুপার সাব” হিসেবে ক্রমশ বিখ‍্যাত হয়ে উঠেছেন তিনি। এইমুহুর্তে কলকাতার কোনও ক্লাবে খেলার কোনও রকম প্রস্তাব তার কাছে না থাকলেও, ভবিষ্যতে পেলে অবশ্যই এবিষয়ে ভাবনা চিন্তা করবেন বলেই মত তার।

আরও পড়ুন: East Bengal : ব্রাজিলের চ্যাম্পিয়ন ফুটবলারকে দলে চাইছে ইমামি-ইস্টবেঙ্গল!

তবে একটা সময় এটিকে মোহনবাগান তাকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল।আসলে পান্ডিতা’র ক্লাব সামলানোর কাজটা তার বাবা করেন।তবে কলকাতার ক্লাবে খেলতে আসার ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি পান্ডিতা চেয়েছিল গেমটাইম যাতে পুরোপুরি পান ।আর এখানেই হয়তো কোথাও একটা সমস্যা হচ্ছে, আর তাছাড়া সংশ্লিষ্ট ফুটবলারের সাথে এখনো একবছরের চুক্তি আছে জামশেদপুর ক্লাবে,অর্থাৎ তাকে আনতে ট্রান্সফার ফি দিতে হবে, তাই সব মিলিয়ে সবুজ মেরুন টিম ম‍্যানেজমেন্ট এই যুব ভারতীয় ফুটবলার’কে পরবর্তী সময় আনার পরিকল্পনা আছে।