নিজে উদ্যোগে ফুটবলারদের পাশে ঋষি, ইস্টবেঙ্গলের পর যোগ দিলেন নতুন ক্লাবে

কলকাতা ময়দান তাঁকে চেনে এক ডাকে। বিগত মরসুমে কাজ করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ হয়েছে চুক্তির মেয়াদ। ফিজিক্যাল ট্রেনার ঋষি ভট্টাচার্য (Rishi Bhattacharya) এখন…

Rishi Bhattacharya

কলকাতা ময়দান তাঁকে চেনে এক ডাকে। বিগত মরসুমে কাজ করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। ইস্টবেঙ্গলের সঙ্গে শেষ হয়েছে চুক্তির মেয়াদ। ফিজিক্যাল ট্রেনার ঋষি ভট্টাচার্য (Rishi Bhattacharya) এখন নিজ উদ্যোগে ফুটবলারদের পাশে দাঁড়াচ্ছেন। যুক্ত হয়েছেন কলকাতা ফুটবল লিগের ক্লাবে।

   

ইস্টবেঙ্গলের হয়ে ঋষি কাজ করেছেন সুনামের সঙ্গে। ফুটবলারদের ফিট রাখার কাজ ছিল তাঁর। ইস্টবেঙ্গল ছাড়াও অতীতে কলকাতার একাধিক দলের হয়ে কাজ করেছেন। বিএসএস স্পোর্টিং ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড স্পোর্টস ২য় ডিভিশন আই লিগ, সন্তোষ ট্রফি, কাস্টমস ক্লাব, সিনিয়র মহিলা ন্যাশনাল দলে কাজ করেছেন দু’বার। এবার যোগ দিয়েছেন রেইনবোতে।

ঋষি আবার ইস্টবেঙ্গলে ফিরবেন কি না সেটা সময় বলবে। আপাতত নিজ উদ্যোগে ফুটবলারদের পাশে দাঁড়াচ্ছেন। ঋষি জানিয়েছেন, বেলঘরিয়ায় প্রায় একশোজন ছেলে মেয়ে এখন তাঁর কাছে ট্রেনিং নিচ্ছেন। একজন ব্যাডমিন্টন প্লেয়ারও রয়েছেন।

বাংলার অনেক নামকরা ফুটবলার এখন রিকভার করার জন্য যাচ্ছেন বেলঘরিয়া। অভিজ্ঞ ফুটবলার নরহরি শ্রেষ্ঠা বলেছেন, “অন সিজন, অফ সিজন ঋষির কাছে জিম করছি। ফিট রাখার জন্য ও আমাকে অনেকটা সাহায্য করে।” তীর্থঙ্কর সরকার বলেছেন, “ছোট বড় যেমনই ইনজুরির হোক ঋষি আমার পাশে দাঁড়িয়েছে। ও আমার অনেক হেল্প করেছে।”

সামনে কলকাতা ফুটবল লিগ। আপাতত রেইনবো ক্লাবের দায়িত্ব রয়েছে ঋষির কাঁধে। ইস্টবেঙ্গল অধ্যায়কে পিছনে ফেলে এখন নিজের কাজে ফোকাস করতে চাইছেন তিনি।