Asad Shafiq: দলকে চ্যাম্পিয়ন করেই অবসর নিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের বাইরে থাকা ৩৭ বছর বয়সী আসাদ শফিক (Asad Shafiq)। করাচি হোয়াইটসকে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়ে…

asad shafiq

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের বাইরে থাকা ৩৭ বছর বয়সী আসাদ শফিক (Asad Shafiq)। করাচি হোয়াইটসকে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়ে দেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে শফিক বলেন, ‘ক্রিকেট খেলার জন্য আমি আর তেমন উৎসাহ ও আবেগ অনুভব করি না। এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো ফিটনেসও আমার নেই। সে কারণেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ‘

আরও পড়ুন:Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক  

অবসর ঘোষণার সময় আসাদ শফিক ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেতনভোগী জাতীয় নির্বাচক হতে পারেন, “আমি বোর্ডের কাছ থেকে চুক্তি পেয়েছি এবং আমি এটি বিবেচনা করছি এবং আশা করি শীঘ্রই এতে স্বাক্ষর করব।” শফিক বিশ্বাস করেন, জাতীয় নির্বাচক হিসেবে কাজ করা তার জন্য খুবই রোমাঞ্চকর চ্যালেঞ্জ হবে। তার ইচ্ছা, সে যেন সব সময় খেলার সঙ্গে যুক্ত থাকে।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

পাকিস্তানের হয়ে মোট ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এ সময় তার ব্যাট থেকে ১৯৬ ইনিংসে ৬১৮৮ রান আসে। আন্তর্জাতিক ক্রিকেটে শফিকের ১২টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে।বিশেষ করে টেস্ট ফরম্যাটে শফিকের ব্যাট নির্ভরতা যুগিয়েছে। তিনি পাকিস্তান দলের হয়ে ৭৭ টি ম্যাচ খেলে ১২৮ ইনিংসে ৩৮.২ গড়ে ৪৬৬০ রান করেছেন। টেস্ট ফরম্যাটে তার ব্যাটে ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: Pro Kabaddi League: টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছুটছে পুনেরি পল্টন  

টেস্ট ক্রিকেট ছাড়াও পাকিস্তানের হয়ে ৬০টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে ওয়ানডের ৫৮ ইনিংসে ১৩৩৬ রান এবং টি-টোয়েন্টির ১০ ইনিংসে ১৯২ রান এসেছে। পাকিস্তানের প্রধান ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে পাকিস্তান দলকে। টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর।