Zohaib Rasheed: সতীর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে চম্পট দিলেন পাকিস্তানি খেলোয়াড়!

প্রায়ই চুরির বিভিন্ন ঘটনার কথা শোনা যায়। এবার এমন একটা চুরির কথা শোনা যাচ্ছে যেটা পাকিস্তানি খেলোয়াড় সম্পর্কিত। অভিযোগ উঠছে, ইতালিতে সতীর্থের ব্যাগ থেকে টাকা…

Pakistani Boxer Zohaib Rasheed Goes Missing in Italy Amidst Allegations of Theft

প্রায়ই চুরির বিভিন্ন ঘটনার কথা শোনা যায়। এবার এমন একটা চুরির কথা শোনা যাচ্ছে যেটা পাকিস্তানি খেলোয়াড় সম্পর্কিত। অভিযোগ উঠছে, ইতালিতে সতীর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে নিখোঁজ হয়েছেন পাকিস্তানের এক বক্সার। সতীর্থ খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা চুরি করা অভিযুক্ত খেলোয়াড়ের নাম জোহাইব রশিদ (Zohaib Rasheed)।

জানা গিয়েছে, জোহাইব রশিদ ইতালিতে এই ঘটনা ঘটিয়েছেন। আসলে অলিম্পিকের বাছাইপর্বে অংশ নিতে ইতালি গিয়েছিলেন জোহাইব রশিদ। যেখানে রশিদ তাঁর সতীর্থ খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা চুরি করে উধাও হয়ে যান বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে। এর পরেই রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তান অ্যামেচার বক্সিং ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি ইতালিতে পাকিস্তান দূতাবাসের নজরে এনেছেন এবং এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

জাতীয় ফেডারেশনের সেক্রেটারি কর্নেল নাসের আহমেদ বলেন, ‘জোহাইব রশিদ যেভাবে আচরণ করেছে তা ফেডারেশন এবং দেশের জন্য সবচেয়ে বিব্রতকর।’ জোহাইব গত বছর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং পাকিস্তানের উদীয়মান প্রতিভা হিসাবে বিবেচিত হয়েছিলেন।

কর্নেল নাসির আহমেদ বলেন, লরা ইকরাম নামে এক মহিলা বক্সার প্রশিক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ঠিক সেই সময় জোহাইব হোটেলের ফ্রন্ট ডেস্ক থেকে সতীর্থের রুমের চাবি নিয়ে পার্স থেকে বৈদেশিক মুদ্রা চুরি করেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তারা এখন সন্ধান শুরু করছে।

এই প্রথম নয়, এর আগেও কোনও পাকিস্তানি অ্যাথলিট জাতীয় দলের সঙ্গে বিদেশ সফর করে সুন্দর ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছেন। এর আগেও অনেক ক্রীড়াবিদ বিদেশ সফরে গিয়েছেন। কিন্তু এমন বিব্রতকর কাজ কেউ করেননি।