Pakistan Cricket: টি ২০ বিশ্বকাপের আগে ফের কোচ বদল করল পাকিস্তান

Pakistan Cricket Board Shuffles Coach

পাকিস্তান দলে (Pakistan Cricket) একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ থেকে বিদায়ের পর থেকেই পাকিস্তান দলে পরিবর্তনের এই ধারা অব্যাহত রয়েছে। প্রথমে পাকিস্তানের প্রধান নির্বাচক পরিবর্তন করা হয়। এরপর পাকিস্তানের ফিল্ডিং কোচ, ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ ও অধিনায়ক সবই বদল করা হয়েছে। বাবর আজম নিজেই চাপের মুখে অধিনায়কত্ব ছাড়েন। এমন পরিস্থিতিতে সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট অধিনায়ক পরিবর্তন করা হয়। এবার আবারও পাকিস্তানের কোচ পরিবর্তন হয়েছে।

Advertisements

আরও পড়ুন:  IND vs SA: উইকেটে থাকছে ঘাস, সেঞ্চুরিয়নের উইকেট হতে পারে পেস বোলারদের জন্য আদর্শ

নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের আগে পাকিস্তানের কোচ পরিবর্তন করা হয়েছে। আবারও পাকিস্তানের কোচিং সেটআপে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য কোচের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইয়াসির আরাফাত। সাইমনের জায়গায় তাকে এই পদ দেওয়া হয়েছে। এতদিন কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন সাইমন হেলমোট।

Advertisements

তবে এটাও বলা হচ্ছে যে ইয়াসির আরাফাত শুধু নিউজিল্যান্ড সফরের জন্য হাই পারফরম্যান্স কোচ হয়েছেন, এই সিরিজের পরে দায়িত্ব অন্য কারও হাতে তুলে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ কোচের দায়িত্ব কে নেবেন তা এখনও ঠিক হয়নি। আগে স্পিন-বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন স্পিন বোলার সাঈদ আজমলকে, ফাস্ট বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন ফাস্ট বোলার উমর গুলকে, ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় অ্যাডাম হোলিওককে। এ ছাড়া হাই পারফরম্যান্স কোচের দায়িত্ব দেওয়া হয় সাইমন হেলমটকে। তবে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ফের কোচিং স্টাফে বদল করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।