Home Entertainment World Cup Special: ‘ভাতার আমার কাতার গেছে’- মজেছে দুই বাংলা

World Cup Special: ‘ভাতার আমার কাতার গেছে’- মজেছে দুই বাংলা

Vatar amar Qatar gyache

কাতার বিশ্বকাপ চলতি মাসের ২০ তারিখে শুরু হয়েছে। অঘটনের এই বিশ্বকাপে (World Cup) লিওনেল মেসির আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গিয়েছে,ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে, জাপান জার্মানিকে হারিয়ে দিয়েছে,স্পেন কোস্টারিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে,

Advertisements

মরক্কো বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে,ঘানা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে এমন আবহে এপার বাংলা আর ওপার বাংলা ফুটবল বিশ্বকাপ জ্বরে মিলেমিশে একাকার।

   

এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতে ‘ভাতার আমার কাতার গেছে’- এই গানে মেতে উঠেছে। অঘটনের এই বিশ্বকাপে জার্মানি বনাম স্পেন ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় চলতি কাপযুদ্ধে কার্যত ছিটকে গিয়েছে থমাস মুলাররা।

কাতার বিশ্বকাপে স্থানীয় প্রশাসন বিধিনিষেধের ফিরিস্তি নিয়ে ছিপ ফেলে বসে রয়েছে।কিন্তু এরপরেও বেলজিয়াম গোলকিপার থিবার্ট কোর্টিস বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে কানাডাকে হারিয়ে বান্ধবী মিশেল জার্জিগকে স্টেডিয়ামের ভিতরে খেলা শেষ হতেই ‘চুমুর দিব্যি’ ছুঁড়ে দিলেন,বিতর্ক এড়াতে এই লিপ লককে ‘স্মুচ’ বলে চালানোর চেষ্টা হলেও ধর্মীয় গোঁড়ামির মুখে ঝামা ঘষে দিয়েছে ফিফা বিশ্বকাপ। ক্রোয়েশিয়ান সুন্দরীদের খোলামেলা পোশাক রাতের ঘুম উড়িয়ে দিয়েছে কাতার প্রশাসনের।এই আবহে ‘ভাতার আমার কাতার গেছে’- এরকম গানে মজেছে দুই বাংলা।

Advertisements