Roy Krishna: লাল-হলুদ শিবিরের রক্ষাকর্তা হতে পারেন রয় কৃষ্ণা

শেষ তিন ম্যাচে গোল করতে পারেনি ওড়িশা এফসি। এএফসি কাপের ম্যাচের পর ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচেও আসেনি গোল। আজ সের্জিও লোবেরার দলের ম্যাচ রয়েছে…

Roy Krishna Joins Odisha FC

শেষ তিন ম্যাচে গোল করতে পারেনি ওড়িশা এফসি। এএফসি কাপের ম্যাচের পর ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচেও আসেনি গোল। আজ সের্জিও লোবেরার দলের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। প্রতিপক্ষের তুলনায় ধারেভারে অনেকটা এগিয়ে রয়েছে ওড়িশা এফসি। ফের গোল করে স্কোরশিটে নাম তুলতে চাইবেন ভারতের মাটিতে খেলা অন্যতম সফল স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna)।

Advertisements

ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি ম্যাচের দিকে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে থাকবেন। কারণ শেষ ছয়ে থাকার লড়াই হয়েছে ক্রমে জোরদার। ইস্টবেঙ্গলের পাশাপাশি পাঞ্জাব এফসিও রয়েছে শেষ ছয়ে থাকার দৌড়ে। ওড়িশা এফসি জিতলে ইস্টবেঙ্গলের সুবিধা হবে। কারণ ওড়িশা ইতিমধ্যে শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছে। ইস্টবেঙ্গলের পয়েন্টের লড়াই এখন মূলত প্রথম ছয়ে থাকার জন্য। সেই হিসেবে ইস্টবেঙ্গল চাইবে পাঞ্জাব এফসিকে হারিয়ে পুরো পয়েন্ট তুলে নিক ওড়িশা এফসি।

Advertisements

ওড়িশা এফসির শেষ তিন ম্যাচ:
বেঙ্গালুরু ফুটবল ক্লাব বনাম ওড়িশা এফসি: 0-0
ওড়িশা এফসি বনাম সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসি: 0-0
সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসি বনাম ওড়িশা এফসি: 4-0

এই তিন ম্যাচের আগে ওড়িশা এফসির পক্ষে গোলের মধ্যে ছিলেন রয় কৃষ্ণা। চেন্নাইন এফসি ম্যাচে পেয়েছিলেন গোল। তার আগে এফসি গোয়ার বিরুদ্ধেও গোল পেয়েছিলেন ফিজিয়ান তারকা। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন রয়। পাঞ্জাব এফসির বিরুদ্ধেও কৃষ্ণা ফর্মে থাকলে সুবিধা হবে ওড়িশার। পাঞ্জাব এফসি হারলে কিছুটা স্বস্তি পাবে ইস্টবেঙ্গল।