AFC Cup: কোন জাদুতে বাগান বধ করতে চাইছেন লোবেরা?

আজ, সোমবার সন্ধ্যায় এএফসি কাপের (AFC Cup ) দ্বিতীয় লেগের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের বিপক্ষে খেলতে নামছে ওডিশা এফসি (Odisha FC)। উল্লেখ্য,…

sergio lobera

আজ, সোমবার সন্ধ্যায় এএফসি কাপের (AFC Cup ) দ্বিতীয় লেগের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants) দলের বিপক্ষে খেলতে নামছে ওডিশা এফসি (Odisha FC)। উল্লেখ্য, প্রথম লেগের ম্যাচে লড়াই করেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল ময়দানের এই প্রধানের কাছে।

যারফলে, এই টুর্নামেন্টে অনেকটাই পিছিয়ে গিয়েছিল গতবারের সুপার কাপ জয়ীরা। তবে এবার মোহনবাগানের ঘরের মাঠে লড়াই হলেও সেই ম্যাচ জিততে মরিয়া সার্জিও লোবেরার ছেলেরা। আইএসএলের পাশাপাশি এএফসি কাপের মতো টুর্নামেন্টে ও ভালো পারফরম্যান্স ধরে টুর্নামেন্ট জয়ের পথেই এগোনোর পরিকল্পনা রয়েছে তাদের। সেইমতো সাময়িক ছুটির সমাপ্তি ঘটিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করেছে দল। তবে সাময়িক সময়ে মোহনবাগান দলের ফুটবলারদের মধ্যে একাধিক চোট আঘাতআঘাতের সমস্যা থাকলেও তারা যে দাঁতে দাঁত চেপে লড়াই করবে তা ভালো মতোই জানেন তিনি।

গত সাংবাদিক বৈঠক থেকে মোহনবাগান প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঠিক এমন ইঙ্গিত দেন লোবেরা। তার কথায়, মোহনবাগানের একাধিক দাপুটে ফুটবলারদের চোট আঘাতের মতো সমস্যা থাকলেও কোনো ভাবেই তাদের ছোটো করে দেখার প্রশ্ন ওঠেনা। বলাবাহুল্য, গত ম্যাচে এই সবুজ-মেরুন ব্রিগেডের কাছেই চার গোলে পরাজিত হয়েছিল ওডিশা। তবে সেইসব এখন অতীত। আজকের এই ম্যাচে ঘুরে দাঁড়ানোই অন্যতম উদ্দেশ্য ওডিশা এফসির এই স্প্যানিশ কোচের। সেইজন্য গতকাল যুবভারতী স্টেডিয়ামে বাগান ব্রিগেডকে আটকানোর জন্য বিশেষ অনুশীলন করে গোটা দল। বলা যায়, তারপরেই প্রতিপক্ষ দলকে আটকানোর এক বিশেষ পরিকল্পনা করে ওডিশা।

তবে ওডিশার এই ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না দলের দাপুটে বিদেশী তথা মুম্বাই সিটি এফসির গতবারের অধিনায়ক মুর্তাজা ফলকে। তাই এক্ষেত্রে ডিফেন্সে বাড়তি নজর দিতে চান লোবেরা। সেইসাথে, গতবারের গোল্ডেন বুট জয়ী ফরোয়ার্ডের উপর ভিত্তি করেই একাদশ সাজানোর পরিকল্পনা রাখছেন তিনি। সুযোগ বুঝে আক্রমণ শানিয়ে গোল তুলে নেওয়াই একমাত্র লক্ষ্য ওডিশার।