Kolkata Police: কলকাতায় এবার বৃদ্ধকে প্রকাশ্যে ছুরি মেরে খুন

কলকাতার কি খুনের উৎসব শুরু হল? একের পর এক প্রকাশ্যে ছুরি মেরে খুনের ঘটনা ঘটছে। সবকটি ঘটনা কলকাতা পুলিশের (Kolkata Police) অধীন এলাকায়। প্রকাশ্যে ছুরি…

কলকাতার কি খুনের উৎসব শুরু হল? একের পর এক প্রকাশ্যে ছুরি মেরে খুনের ঘটনা ঘটছে। সবকটি ঘটনা কলকাতা পুলিশের (Kolkata Police) অধীন এলাকায়। প্রকাশ্যে ছুরি মেরে খুনের ঘটনাগুলিতে মহানগরবাসী আতঙ্কিত। এবার এক বৃদ্ধকে খুন করা হলো। তদন্তে নেমেছে পুলিশ।

আগের পরপর খুনের কারণগুলি পারস্পরিক ঝগড়া খেকে ঘটেছে। তবে এই বৃদ্ধকে খুনের কারণ কী? এটি স্পষ্ট নয়। কারণ, তাড়দহ এলাকায় এদিন ভোরে তাকে পাড়ার রাস্তায় খুন করা হয়েছে। তিনি মর্নিং ওয়াক করছিলেন। তখনই তাকে ছুরি মারা হয়। পরে রক্তাক্ত দেহ দেখে আতঙ্ক ছড়ায়।

নিহত বৃদ্ধের পেটে ছুরির ক্ষত দেখতে পাওয়া গেছে। কাকভোরে পাড়ার লোকেই কি ছক কষে হামলা ? এই খুনের পিছনে কি পরিচিত কেউ রয়েছে? পুলিশ খতিয়ে দেখছে।

ময়দান, চিংড়িঘাটার পর কেএলসি থানা এলাকায় একজন ৬৭ বছরের বৃদ্ধকে রুটিন ফলো করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। জানা গেছে প্রতিদিন ভোর ৪টের সময় এই রাস্তা দিয়েই ওই বৃদ্ধ পাশের চায়ের দোকানে যেতেন। তাকে নজরে রাখা হয়েছিল। খুনের জায়গা হিসেবে যেখানটি বাছা হয়েছে সেখানের বাড়িগুলোতে সিসিটিভি নেই। সামনেই পরিত্যক্ত জমি‌। রেকি করেই এই হত্যা কান্ডের স্থল সময় ঠিক করা হয়েছে।

লালবাজারের পুলিশ এসে এলাকা ঘুরে দেখে গেছেন। কে কেন খুন করল তার তদন্ত চলছে। এই পরপর খুনের ঘটনায় উঠছে কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই সব ঘটনা নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যতক্ষণ না আততায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ সন্দেহর বাতাবরণ থেকেই যাচ্ছে।

নিহতের ভাইয়ের কথায়, যখন ঘুম থেকে উঠেছি,‌ জানতে পারছি দাদাকে কেউ ছুরি মেরেছে। আমরা তাড়াতাড়ি এসে দেখি ভাইপো কোলে নিয়ে দাদাকে, দাদা মারা গেছে। দাদাকে কেউ ফলো রেখে তবেই খুন করেছে। নিশ্চয়ই চেনে নয়তো ঐ সময় কেউ খুন করতো না।