এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম সেমিফাইনালে শক্তিশালী ওডিশা এফসির কাছে এবার পরাজিত হল মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সমর্থকদের কাছে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার দলের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পরাজিত হল ময়দানের এই প্রধান। ওডিশা এফসির জার্সিতে এদিন গোল করেন সেজার ডেলগাডো এবং রয় কৃষ্ণা। অন্যদিকে, মোহনবাগানের হয়ে একটি মাত্র গোল করেন ভারতীয় তারকা মনবীর সিং।
শুরু থেকেই এই ম্যাচ নিয়ে চরম উন্মাদনা ছিল দুই দলের সমর্থকদের মধ্যে। একদিকে নিজেদের ছন্দ বজায় রাখার লড়াই অন্যদিকে বদলার লড়াই। এই লড়াইয়ের একেবারে শুরুতে ভারতীয় উইঙ্গার মনবীর সিংয়ের করা গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের তিন মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল মেরিনার্সরা।
তবে সেই ছন্দ বেশিক্ষণ বজায় থাকেনি। আট মিনিটের মধ্যেই বাগান রক্ষণে ফাঁটল ধরিয়ে বিশালকে পরাজিত করে যান আর্জেন্টাইন ফুটবলার সেজার ডেলগাডো। তারপর থেকে আবারো ওডিশা এফসির দাপট দেখতে থাকে গোটা কলিঙ্গ স্টেডিয়াম।
আক্রমণ প্রতি আক্রমণের লড়াইয়ে ক্রমশ সরগরম হতে থাকে গোটা মাঠ। প্রায় ৪০ মিনিটের মাথায় আবারও বাগান রক্ষণে হানা দেয় সার্জিও লোবেরার ছেলেরা। মুর্তাজা ফল থেকে শুরু করে আহমেদ জাহুর মতো ফুটবলাররা যথেষ্ট সক্রিয়তা দেখালেও গোলের ব্যবধান বাড়নো সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে।
তবে নিরাশ করেননি আইএসএলের দাপুটে ফুটবলার রয় কৃষ্ণা। তার গোলেই এগিয়ে যায় জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ওডিশা। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে বাগান ফুটবলারদের তরফ থেকে গোল শোধের জন্য আক্রমণ সারানো হলেও প্রতিপক্ষের মাঝমাঠেই আটকে যেতে হয় বারংবার। তাই প্রথম সেমিফাইনালে কার্যত পিছিয়ে থাকল মোহনবাগান।