LPG নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের,গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ

বাড়িতে রান্নার গ্যাসের ডেলিভারি দেওয়া ব্যক্তিই খতিয়ে দেখবেন সিলিন্ডার সেফটির সমস্তদিক। পাশাপাশি রান্নার গ্যাসের কী কী সতর্কতা নেওয়া উচিত, সেই সম্পর্কে গ্রাহকদের সচেতন করবেন তাঁরাই।…

LPG india

বাড়িতে রান্নার গ্যাসের ডেলিভারি দেওয়া ব্যক্তিই খতিয়ে দেখবেন সিলিন্ডার সেফটির সমস্তদিক। পাশাপাশি রান্নার গ্যাসের কী কী সতর্কতা নেওয়া উচিত, সেই সম্পর্কে গ্রাহকদের সচেতন করবেন তাঁরাই। এই বিষয়টি জানিয়েছে রান্নার গ্যাস সরবরাহকারীদের সংগঠন অল ইন্ডিয়া LPG ডিস্ট্রিবিউশন ফেডারেশন।

প্রথমেই রান্নার গ্যাসের সিলিন্ডার পরীক্ষার কাজ শুরু হচ্ছে রাজধানী দিল্লিতে । অল ইন্ডিয়া LPG ডিস্ট্রিবিউশন ফেডারেশন সভাপতি চন্দ্র প্রকাশ জানিয়েছেন, ‘আগামী 3 থেকে 4 মাসের মধ্যে 30 কোটি LPG গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবেন তারা। সেখানে তাঁদের সিলিন্ডার পরীক্ষাও করবেন তারা। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রকাশবাবু।

তবে কোনও রকমের আর্থিক লাভ ছাড়াই সমগ্র দেশে এই প্রচার চালানো হচ্ছে। আমরা গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছি। দুর্ঘটনা ঘটলে তৃতীয় পক্ষের বিমার দাবি করার ক্ষেত্রেও বাধ্যতামূলকভাবে মানতে হয় এই নিয়ম।’ জানিয়েছেন LPG ডিস্ট্রিবিউশন ফেডারেশন সভাপতি।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহের সময় মোট 8টি নিরাপত্তা বিষয় খতিয়ে দেখবেন ডেলিভারিম্যান। পাশাপাশি, সিলিন্ডার ব্যবহার নিয়ে গ্রাহককে সতর্ক করবেন তিনি। ওই সময় গ্যাস ওভেন-সহ গোটা রান্নাঘরের নিরাপত্তা খতিয়ে দেখবেন ওই ডেলিভারিম্যান। গ্যাস ওভেনের পাইপে কোনও লিকেজ রয়েছে কিনা,তা পরীক্ষা করে দেখবেন তিনি।

সাথে সিফটি টেস্টে গ্যাস ওভেনের পাইপে লিকেজ ধরা পড়লে তা বদলে দেবেন সেই ডেলিভ্যারিম্যান। সেক্ষেত্রে ওভেনের পাইপ তাঁর থেকে সস্তায় কিনতে পারবেন গ্রাহক। তবে গ্রাহক চাইলে পাইপ ডেলিভারিম্যানের থেকে নাও কিনতে পারেন।

মাঝে মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ঘটে LPG সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। যাতে প্রাণ হারিয়েছেন অনেকে। তাই দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন তারা। প্রথমত, গ্যাসের পাইপে লিক ও দ্বিতীয়ত রেগুলেটরে সমস্যা।এগুলিকে বিপজ্জনক প্রক্রিয়া বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই কারণেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।