Odisha FC : বসুন্ধরা কিংস বধ করে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে ওডিশা

Odisha FC

মান রাখল ওডিশা (Odisha FC)। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সুপার কাপ জয়ীরা। নির্ধারিত সময়ের শেষে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১-০ গোলের ব্যবধান রেখে সেই ম্যাচ জিতে নিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান 

   

আজ দলের হয়ে একমাত্র গোল পান তারকা ফুটবলার তথা গতবারের মুম্বাই সিটি দলের অধিনায়ক মুর্তাজা ফল। এই জয়ের দরুণ এবারের এএফসি কাপের পরবর্তী রাউন্ডে স্থান করে নিল ওডিশা এফসি। যা দেখে খুশি দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। সবুজ-মেরুনের বিদায় নেওয়ার পর দেশের এই ফুটবল ক্লাবের দিকেই নজর ছিল সকলের। শেষ পর্যন্ত তারাই সুযোগ করে নিলেন দ্বিতীয় রাউন্ডে।

আরও পড়ুন: Paschim Medinipur: সঠিক চিকিৎসার দাবিতে মন্ত্রী বীরবাহার পা ধরে রোগী পরিবারের কান্না  

উল্লেখ্য, প্রথম লেগে এই প্রতিপক্ষ দলের কাছে নাস্তানাবুদ হওয়ার পর আজ শুরু থেকেই যথেষ্ট সাবধানী লেগেছে মরিসিওদের। তবে সুযোগ বুঝে মাঝমাঠ থেকে পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের রক্ষনভাগে চাপ সৃষ্টি করতে ভোলেনি সার্জিও লোবেরার ছেলেরা। অন্যদিকে, ছেড়ে দেওয়ার পাত্র ছিল না বাংলাদেশের অন্যতম শক্তিশালী এই ফুটবল দল বসুন্ধরা কিংস।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

পরিস্থিতি বুঝে ফলদের টপকে ওডিশা রক্ষনভাগে হানা ও দিতে দেখা গিয়েছিল প্রতিপক্ষের ফুটবলারদের। তবে শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি প্রতিবেশী দেশের এই ফুটবল দলের খেলোয়াড়দের। তবে সুযোগের সৎ ব্যবহার করতে ভোলেনি ওডিশা। ম্যাচ বয়স যখন ৬১ মিনিট, ঠিক সেই সময় মুর্তাজা ফলের গোলে এগিয়ে যায় দল।

প্রথমার্ধের শেষে খেলার ফলাফল অমীমাংসিত থাকলেও দ্বিতীয়ার্ধে বাড়তি দাপট দেখাতে থাকে ওডিশা। যারফল স্বরূপ সেই গোল। ম্যাচের সম্পূর্ণ সময়ের শেষে সেই ব্যবধান ধরে রেখেই আসে জয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন