মুর্তাদা ফলসহ এই মরোক্কান তারকাকে বিদায় জানাল ওডিশা এফসি

এবারের মরসুমটা খুব একটা ভালো কাটেনি ওডিশা এফসির (Odisha FC)। ব্যাপক প্রভাবের সাথে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল প্রথম…

Odisha FC Parts Ways with Mourtada Fall and Moroccan Star Ahmed Jahouh"

এবারের মরসুমটা খুব একটা ভালো কাটেনি ওডিশা এফসির (Odisha FC)। ব্যাপক প্রভাবের সাথে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল প্রথম ডিভিশন লিগের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথ ধামের এই ফুটবল দল। গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা। সহজেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেদের। তারপর চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি আইএসএলের এই দলের।

Advertisements

অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় ছিল কর্নাটকের শক্তিশালী ফুটবল ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল ওডিশা দলকে। স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই। কিন্তু তবুও লিগের শেষ ম্যাচ পর্যন্ত নক আউট নিশ্চিত করতে মরিয়া ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।‌

বিজ্ঞাপন

বরং ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তারপর কলিঙ্গ সুপার কাপে প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল ওডিশা। কিন্তু সেইসব এখন অতীত। আগামী ফুটবল মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। সেইমতো গত কয়েকদিনে দলের প্রায় তিন ফুটবলারকে বিদায় জানিয়েছিল ওডিশা কতৃপক্ষ। এবার আরো দীর্ঘ হল সেই তালিকা। গত শনিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে আরো দুই ফুটবলারকে বিদায় জানায় ওডিশা এফসি।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দলের বিদেশি ডিফেন্ডার মুর্তাদা ফলের নাম। বলাবাহুল্য, গত ফুটবল সিজনে দলের হয়ে ২১টি ম্যাচ খেলেছিলেন এই তারকা। যার মধ্যে ৫টি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ছিল দলের এই ডিফেন্ডার। কিন্তু এবার তাঁকেই বিদায় জানাল ম্যানেজমেন্ট। তবে তিনি একানন সেই তালিকায় ফলের পাশাপাশি যুক্ত হয়েছে মরোক্কান মিডফিল্ডার আহমেদ জাহুর নাম। উল্লেখ্য, শেষ আইএসএল সিজনের শেষের দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ ওডিশা এফসি ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন আহমেদ জাহু। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছিল এই তারকার বিপক্ষে কঠোর পদক্ষেপ গ্ৰহণ করতে পারে ম্যানেজমেন্ট। কিন্তু এবার তাঁর সঙ্গে ও সম্পর্ক ছিন্ন করল ক্লাব।