বিরাট ধাক্কা ওডিশার, ছিটকে গেলেন রয়কৃষ্ণা

চলতি মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। প্রথম দুইটি ম্যাচে তাঁদের পরাজিত হতে হয়েছিল চেন্নাইয়িন এবং পাঞ্জাব এফসির কাছে‌। তবে…

Roy Krishna Sets Target

চলতি মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ওডিশা এফসির (Odisha FC)। প্রথম দুইটি ম্যাচে তাঁদের পরাজিত হতে হয়েছিল চেন্নাইয়িন এবং পাঞ্জাব এফসির কাছে‌। তবে তৃতীয় ম্যাচে জামশেদপুর থেকেই ঘুরে দাঁড়ায় সার্জিও লোবেরার ছেলেরা। তারপর সময় যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। বর্তমানে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুর্তাজা ফলরা। গত ম্যাচেই তাঁরা পরাজিত করেছে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে‌। সেই ধারা বজায় রেখেই এবার পরবর্তী ম্যাচ জিততে মরিয়া ওডিশা।

Also Read |  মুম্বাই ম্যাচের আগে মাথায় হাত লোবেরার, পাল্টা ‘আত্মবিশ্বাসী’ পিটার ক্র্যাটকি

   

এসবের মাঝেই বড়সড় ধাক্কা খেল আইএসএলের এই ফুটবল দল। চোটের কারণে এবার ছিটকে গেলেন রয়কৃষ্ণা (Roy Krishna)। এসিএলের চোটের দরুন এই মরসুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না ফিজির এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সকলের কাছে। রয়কৃষ্ণা না থাকায় এবার দিয়াগো মাউরিসিওর পাশাপাশি হুগো বুমোসের মতো ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখবেন লোবেরা। সেইমতো নিজের একাদশ সাজাবেন স্প্যানিশ কোচ।

Also Read | Mohammedan SC : পাঞ্জাব ম্যাচের আগে কীসের ইঙ্গিত মহামেডানর! 

আগামীকাল পেট্রো ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে ওডিশা এফসি। গত বেঙ্গালুরু ম্যাচের পর এই ম্যাচ থেকে ও পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে সকলের। তবে গতবারের আইএসএল জয়ীদের বিপক্ষে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। একদিকে যেমন জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে ওডিশা এফসির অন্যদিকে ঠিক তেমনভাবেই জয় সুনিশ্চিত করে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে আসতে চাইবেন লালিয়ানজুয়ালা ছাংতেরা।

Also Read |  দিল্লিকে বধ করে লিগ শীর্ষে পৌঁছে গেল রিয়াল কাশ্মীর

গত ম্যাচে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল মুম্বাই সেই আত্মবিশ্বাস নিয়েই এখন ওডিশা বধের ছক কষতে শুরু করে দিয়েছে রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব।