কার্লোস দেলগাদোর (Carlos Delgado) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ক্লাব। ওডিশা এফসির (Odisha FC) সঙ্গে নতুন চুক্তিপত্রে সম্মত হয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার। আরও দুই বছরের জন্য ভারতের এই ক্লাবের হয়েই তিনি খেলবেন।
সোশ্যাল মিডিয়ায় সই সংবাদ দিয়েছে ওডিশা এফসি। একটি ভিডিও পোস্টের মাধ্যমে ক্লাব জানিয়েছে, আরও দুই বছরের চুক্তিতে ক্লাবে থাকছেন কার্লোস দেলগাদো। গত মরসুমে তিনিই ছিলেন ক্লাবের ক্যাপ্টেন। ওডিশা এফসির করা ভিডিও পোস্টে তাঁকে ‘ক্যাপ্টেন’ বলেই অভিহিতি করা হয়েছে।
Chennaiyin FC: ব্রাজিলের ভার্সেটাইল ফুটবলারকে নিশ্চিত করল ISL ক্লাব
২০১৯-২০ মরসুমে প্রথমবার ওডিশা এফসির হয়ে খেলেছিলেন কার্লোস দেলগাদো। সেবার ক্লাবে এসেছিলেন লোনে। স্থায়ী চুক্তিতে ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন ২০২২ সালে। ক্লাবের হয়ে ইতিমধ্যে পঞ্চাশের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ওডিশা এফসির জার্সিতে গোল-ও রয়েছে এই সেন্টার ব্যাকের। এর আগে রায় কৃষ্ণার সঙ্গেও চুক্তি বাড়িয়ে নিয়েছিল ওডিশা এফসি।
🛡️ ODISHA THROUGH AND THROUGH 🛡️
©️aptain ©️arlos for 2️⃣ more years 🤩
Catch all the #ISL action on @JioCinema: https://t.co/DdvcflTpxE ▶️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #Carlos2026 pic.twitter.com/Sx7o6VXaBg
— Odisha FC (@OdishaFC) June 5, 2024
Hugo Boumous: বিদায় অনিবার্য! শেষ হওয়ার পথে হুগো জল্পনা
ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার খেলেছেন ৬১টি ম্যাচ। সব মিলিয়ে খেলেছিলেন ৫ হাজার ১০০ মিনিট। ১৩ উপস্থিতিতে ১৩ টি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছে দল। ম্যাচ প্রতি গড়ে বাড়িয়েছেন ৪৫ টি পাস। ৮৪ শতাংশ ক্ষেত্রে তাঁর পাসিং নির্ভুল। দুটি গোল করেছেন এবং একটি গোলের পিছনে অবদান রেখেছেন সরাসরি। লাল কার্ড দেখেছেন দু’বার, হলুদ কার্ড দেখেছেন ন’বার।