ODI World Cup Live Updates :
অস্ট্রেলিয়া- ৩৫৬/৫ (৫০ ওভার)
ইংল্যান্ড- ২৮৫ (৪৩.৪ ওভার)
ফিকে পড়ে গেল অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড। রবিবার ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি (Alyssa Healy)। ক্রাইসচার্চের মাঠে ইংল্যান্ডের (Australia vs England) বিরুদ্ধে ১৭০ রানের পাহাড় প্রমাণ ইনিংস খেলেছেন তিনি।
হেগলে ওভালে আইসিসি (ICC) মহিলা ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে শুরু থেকে এগিয়ে গিয়েছিল ব্যাগি গ্রিন একাদশ। সৌজন্যে অ্যালিসা হিলি। ১৩৮ বলে তিনি করেছেন ১৭০ রান। ছাব্বিশটি বাউন্ডারি দিয়ে সাজানো রয়েছে তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১২৩.১৯।
This young woman just hit the highest ever individual score in an ODI World Cup final (170), overtaking Adam Gilchrist’s 149 against Sri Lanka back in 2007.
Take a bow, @ahealy77 👊 #CWC22 pic.twitter.com/DzuirtYvdR
— Cricket Australia (@CricketAus) April 3, 2022
দলীয় ১৬০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। হিলির পাশাপাশি অপর ওপেনার ইংলিশ বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন র্যাচেল হাইনস। ৯৩ বলে ৬৮ রান করেছেন তিনি। তিন নম্বরে নেমে মুনি করেছেন ৬২ রান। বিশ্বকাপ ফাইনালে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান।
প্রথম ইনিংসের পর ম্যাচের পাল্লা ঝুঁকে গিয়েছিল অস্ট্রেলিয়ার দিকে। চাপের মুখে ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ন্যাট সিভার ছাড়া কেউই অজি বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শতরান করেছেন তিনি।
Stuff of dreams ✨
A seventh ICC Women’s Cricket World Cup title for Australia 🏆#CWC22 pic.twitter.com/dN2s9Xh5Y2
— ICC Cricket World Cup (@cricketworldcup) April 3, 2022
২০০৭ সালে পুরুষদের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিকি পন্টিং। ১৯৯৬ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালেও দুই দল মুখোমুখি হয়েছিল। জিতেছিল শ্রীলঙ্কা। ২০০৭ সালে বার্বাডোজের সেই ফাইনাল অজিদের কাছে ছিল বদলা নেওয়ার ম্যাচ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৮১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ইনিংস থেমে গিয়েছিল ২১৫ রানে। ক্রিকেট বিশ্বকাপের এই ফাইনালে ইতিহাস গড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ১০৪ বলে করেছিলেন ১৪৯ রান। মেরেছিলেন ৮ টি ছয় এবং ১৩ টি চার। ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের এতোদিন এটাই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। ২০২২ সালের এপ্রিলের রবিবারে নতুন ইতিহাস লিখলেন অ্যালিসা হিলি।