বাংলাদেশ ও নিউজিল্যান্ডের (NZ vs BAN) মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে জিতেছে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে এই সিরিজও ড্র করেছে কিউইরা। বৃষ্টি এই ম্যাচে ব্যাঘাত ঘটায় এবং ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। এই সিরিজটি ড্র হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত রইল।
বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই এই ম্যাচে ভালো কিছু দেখাতে পারেননি। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ২০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ১৭ রান করেছেন। এ ছাড়া তৌহিদ হৃদয় করেছেন ১৬ রান। বাংলাদেশের ৫ জন খেলোয়াড় দশম রান করলেও কেউই ২০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
Rain brings a halt to the third #NZvBAN T20I, but not before a Jimmy Neesham batting flurry to level the series! 👊
Scorecard 📝 https://t.co/4lRQTNZxEx pic.twitter.com/fIfmmNfFRx
— ICC (@ICC) December 31, 2023
প্রথমে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১১০ রান তোলে বাংলাদেশ। পুরো ২০ ওভারও খেলতে না পেরে ১৯.২ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন করেছেন ৩৮ রান, ৩১ বলে করেছেন ৩৮ রান। এছাড়া জেমস নিশামও ২০ বলে অপরাজিত ২৮ রান করেছেন। নিউজিল্যান্ডের ৪ জন খেলোয়াড় মাত্র ১ রানে আউট হয়েছেন। একই দলের ৪ জন খেলোয়াড়ের এক রান করাটা বেশ আশ্চর্যজনক।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও শরগুল ওয়ালা ইসলাম। টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হয়েছিল। নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী হলেও এখন টি-টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে।