Roy Krishna: মেরিনার্সের বিরুদ্ধে ম্যাচের আগে নস্টালজিক রয় কৃষ্ণা

দেশের পতাকা এখন ওড়িশা এফসির হাতে। এশিয়ান প্রতিযোগিতায় বৃহস্পতিবার সের্জিও লোবেরার দল খেলতে নামবে অস্ট্রেলিয়ার ইস্ট কোস্ট মেরিনার্স (East Coast Mariners) দলের বিরুদ্ধে। এই ম্যাচে…

roy krishna

দেশের পতাকা এখন ওড়িশা এফসির হাতে। এশিয়ান প্রতিযোগিতায় বৃহস্পতিবার সের্জিও লোবেরার দল খেলতে নামবে অস্ট্রেলিয়ার ইস্ট কোস্ট মেরিনার্স (East Coast Mariners) দলের বিরুদ্ধে। এই ম্যাচে নামার আগে স্মৃতি হাতড়াচ্ছেন রয় কৃষ্ণা (Roy Krishna )।

গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে এএফসি কাপের মূল পর্বের প্রবেশ করেছে ওড়িশা এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের মতো হেভিওয়েট দলকে টপকে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করেছে ওড়িশা। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা দলের বিরুদ্ধে কিক অফ হওয়ার আগে কাজ করছে নানান সমীকরণ। অন্যতম অনুঘটক রয় কৃষ্ণা।

ক্যারিয়ারের সেরা সময়ে কৃষ্ণার বিচরণ-ভূমি ছিল অস্ট্রেলিয়া। ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন শতাধিক ম্যাচ। পঞ্চাশের বেশি গোল রয়েছে ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের। ইস্ট কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে সেন্ট্রাল কোস্ট স্টেডিয়ামে হবে ওড়িশা এফসির এই হাইভোল্টেজ ম্যাচ। রয় কৃষ্ণার কাছে এই মাঠ চেনা। তাই ম্যাচ শুরুর বাঁশি বাজার আগে কিছুটা নস্টালজিক ফিজিয়ান তারকা।

ফিজির ফুটবলার রয় কৃষ্ণা।। নিজের দেশের পাশাপাশি ভারত, নিউজিল্যান্ড, অস্ত্রেলিয়ায় রয়েছে তাঁর বহু অনুরাগী। কৃষ্ণার খেলা দেখার জন্য গ্যালারি উপস্থিত থাকবেন তাঁর ভক্তরা। কৃষ্ণা নিজেও জানেন সে কথা। চেনা মাঠে ফিজিয়ান কমিউনিটির সামনে ম্যাচ, রয় কৃষ্ণার সামনে এ এক বাড়তি পাওয়া।

Advertisements

ভারতীয় ফুটবলে ফর্মে রয়েছে সের্জিও লোবেরার ওড়িশা এফসি। লীগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে সবার আগে। ইন্ডিয়ান সুপার লীগে গোল করার ব্যাপারে এগিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। বৃহস্পতিবার ইস্ট কোস্ট মেরিনার্সের বিরুদ্ধে ম্যাচেও গোল পাওয়ার জন্য লোবেরা তাকিয়ে থাকতে পারেন রয় কৃষ্ণার দিকে।