Tapas Roy: লোকসভার আগে তৃণমূলে ভরাডুবি, সন্ধ্যায় বিজেপিতে তাপস, সাতে অভিজিৎ!

‘অপমান, অসম্মান ‘ সইতে না পেরে রাগে, দুঃখে ঘাসফুল ত্যাগ করেন তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী বারাহনগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। গত সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান…

Tapas Roy Contemplated to Contest on BJP Ticket in Kolkata North

‘অপমান, অসম্মান ‘ সইতে না পেরে রাগে, দুঃখে ঘাসফুল ত্যাগ করেন তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী বারাহনগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। গত সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এর কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। তৃণমূলের সঙ্গে দীর্ঘ ২৩ বছরের সম্পর্কে ইতি টানেন। আর আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। ইতিমধ্যেই বিজেপির তরফে বিকেল ৫ টায় যোগদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যদিও সেখানে তাপস রায় এর নাম ঘোষণা করা হয়নি, তবে বিজেপি নেতাদের কথায় আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস।

সূত্রের খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই তিনি বিজেপিতে যোগ দেবেন। এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ৭মার্চ বড় চমক অপেক্ষা করছে। ধরে নেওয়া হয়েছিল ওইদিনই তাপস রায় যোগ দিতে পারেন বিজেপিতে। কিন্তু সূত্র মারফত জানা যায়, ৭মার্চ বিজেপিতে যোগ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বড় মাপের দুই ব্যাক্তিত্বের বিজেপিতে যোগদানকেকে আলাদা আলাদা ভাবে প্রচার করতে চাইছে বলেই দলের তরফে খবর।

   

লোকসভা ভোটের প্রাক্কালে বর্ষীয়ান নেতা তাপস রায়এর দলত্যাগ, বিজেপিতে যোগদান কতটা প্রভাব ফেলবে তৃণমূলে। এই প্রশ্নে উত্তরে, এর তৃণমূল নেতার দাবি, ‘যাদের চলে যাওয়ার তারা যাবে, যাদের থাকার তারা রয়ে যাবে। দল দলের মত চলবে।’

আজ তাপস রায়কে বিধানসভায় শুনানির জন্য ডাকা হয়। সূত্রের খবর সেই কাজ সেরে তিনি রওনা দেবেন বিজেপি কার্যালয়ের উদ্দেশে।