অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে ডুরান্ড (Durand Cup) অভিযান শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর শুক্রবার বিএসএসের বিপক্ষে ৪-০ গোলের অনবদ্য পারফরম্যান্স করে পেদ্রো বেনালির ছেলেরা। এই জয়ের ফলে দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে উঠে আসলো আইএসএলের এই ফুটবল ক্লাব।
ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট থেকেছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। আট মিনিটের মাথায় গুইলারমো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় দল। যারফলে বেশকিছুটা চাপে পড়ে যায় বিএসএফ ফুটবল দল। তারপর কুড়ি মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। প্রতিপক্ষের জালে এবার বল জড়িয়ে যান যতীন দেউরী। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে নর্থইস্ট ইউনাইটেড।
কিন্তু দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সহজ সুযোগ চলে আসে প্রতিপক্ষ দলের কাছে। কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। বরং আটচল্লিশ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে যান গুইলারমো। তারপর খেলার বয়স বাড়ার সাথে সাথে প্রভাব বিস্তার করতে থাকে নর্থইস্ট। তারপর অতিরিক্ত সময় আলাউদ্দিন আজরায়েই গোলের দরুন বিরাট ব্যবধানে জয় সুনিশ্চিত করে বেনালির ছেলেরা।
আগামী ১৬ তারিখ ওডিশা এফসির মুখোমুখি হবে জন আব্রাহামের ফুটবল ক্লাব। সেই ম্যাচে জয় পেলে অনায়াসেই গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে চলে যাবে পার্থিব গোগোই’রা। এখন সেই দিকেই নজর সকলের।