প্যারিস অলিম্পিকে (Paris Olympics) পদক জয়ের ধারা বজায় রাখল ভারত। শুক্রবার ছেলেদের ফ্রি স্টাইল কুস্তি থেকে ব্রোঞ্জ জয় করলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat )। এদিন খেতাব জয়ের ম্যাচে পুয়ের্তো রিকোর তোই ডারিয়ান ক্রুজের বিপক্ষে খেলতে নেমেছিলেন আমন। খুব একটা সহজ ছিলনা এই লড়াই। প্রথমদিকেই পিছিয়ে পড়তে হয়েছিল তাঁকে।
যদিও সেটি বেশিক্ষণ বজায় থাকেনি। পরবর্তীতে প্রতিপক্ষের উপর ক্রমশ চাপ বাড়িয়ে খেলায় ফিরে আসেন আমন। তবে এত সহজে হার মানাতে রাজি ছিলেন না ক্রুজ। পিছিয়ে থেকেও যথেষ্ট দাপট দেখাতে থাকেন তিনি। কিন্তু প্রথম পিরিয়ডের শেষে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান দেশের এই তরুণ কুস্তিগীর।
দ্বিতীয় পিরিয়ডে প্রতিপক্ষ পয়েন্ট সংগ্রহ করলেও তাতে খুব একটা সুবিধা হয়নি। শেষ পর্যন্ত ১৩-৫ ব্যবধানে জয় নিশ্চিত করেন বছর একুশের আমন শেরাওয়াত। যারফলে অন্যান্য বছর গুলির মতো এবারও কুস্তি থেকে পদক আসলো ভারতে। এখনও পর্যন্ত মোট ছয়টি পদক জয় করেছেন ভারতীয়রা। যার মধ্যে পঞ্চম ব্রোঞ্জ আসল এবার।
BRONZE MEDAL IT IS!!!
Our 6th medal at @paris2024 after a comfortable win for Aman Sherawat in the Bronze Medal match! 👏🏽👏🏽#JeetKaJashn | #Cheer4Bharat pic.twitter.com/jgdYKxCSBi— Team India (@WeAreTeamIndia) August 9, 2024