Mohun Bagan: পেলের ক্লাবের ফুটবলারকে বাগানে আনার প্রক্রিয়া কতদুর? জানুন বিস্তারিত

এটিকে মোহনবাগান যে কোনও আক্রমণ ভাগের ফুটবলারের সাথে কথাবার্তা চালাইনি এমনটা নয়‌।বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ব্রাজিলের তারকা ফুটবলার আন্দ্রে ফিলিপের সাথে কথাবার্তা চালিয়েছিলো

Brazilian star footballer Andre Felipe

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পড়ার সাথে চারদিকে হইচই পড়ে গেছিলো এটিকে মোহনবাগান (Mohun Bagan) দল একজন প্রথম সারির বিদেশি স্ট্রাইকার কে সই করাতে চলেছে। একথা অস্বীকার করার জায়গা নেই যে এই এটিকে মোহনবাগান দলের একজন প্রকৃত বক্স স্ট্রাইকারের প্রয়োজন ছিলো ভীষণ ভাবে। একটা যথাযথ বক্স স্ট্রাইকার সবুজ মেরুন শিবিরে থাকলে প্রতি ম‍্যাচে কতো গুলো করে গোল হতো সেটা ভাবার বিষয়।

কিন্তু এমন হাজারটা জল্পনার মাঝে আমাদের সবাইকে ভুল প্রমাণ করে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের এক ফুটবলারকে নিয়ে এলো দলে। তিনি হলেন উরুগুয়ের ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালেগো।

   

অবশ্য এটিকে মোহনবাগান যে কোনও আক্রমণ ভাগের ফুটবলারের সাথে কথাবার্তা চালাইনি এমনটা নয়‌।বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ব্রাজিলের তারকা ফুটবলার আন্দ্রে ফিলিপের সাথে কথাবার্তা চালিয়েছিলো।

জানুয়ারি মাসে ফ্রি এজেন্ট হওয়া এই ফুটবলার একাধিক বড় ক্লাবে খেলেছিলেন। খেলেছিলেন সদ‍্য প্রয়াত পেলের স্মৃতি বিজাড়িত স‍্যান্টোসেও। এমন একজন তারকা ফুটবলারের সাথে কথাবার্তা অনেক দুর এগিয়ে গেলেও শেষ অবধি বাতিল হয়ে যায় এই চুক্তি।এটিকে মোহনবাগানের যে সব বিদেশিদের বাছাই করে রেখেছিলো দলে নেওয়ার ক্ষেত্রে তাতে এই ফিলিপ’ও ছিলো।কিন্তু সেই সব এখন অতীত, এখন সবুজ মেরুন সমর্থকদের দেখতে হবে ঠিক কি কারণে ফেরান্দো গ‍্যালেগোকে নিয়ে এসেছেন।