Northeast United: এই অজি তারকাকে দলে টানল নর্থইস্ট, জানুন

পুরোনো হতাশা ভুলে মরশুমের প্রথম দিক থেকে কিছুটা লড়াকু দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে পড়ে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United) ফুটবল ক্লাব। যার দরুন পয়েন্ট…

Tomi Juric

পুরোনো হতাশা ভুলে মরশুমের প্রথম দিক থেকে কিছুটা লড়াকু দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে পড়ে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United) ফুটবল ক্লাব। যার দরুন পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় নর্থইস্টকে। বর্তমানে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে এই ফুটবল ক্লাব।

মাত্র দুইটি জয়ের পাশাপাশি ছয়টি ড্র রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। সেই সঙ্গে রয়েছে চার ম্যাচ হারের জ্বালা। স্বাভাবিক ভাবেই হতাশ দলের সমর্থকরা। সেইসাথে দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। এক্ষেত্রে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে চায় নর্থইস্ট ইউনাইটেড ক্লাব।

সুপার কাপে পারফরম্যান্সের কিছুটা উন্নতি ঘটলেও আইএসএলে নিজেদের হাল ফেরাতে মরিয়া জন আব্রাহামের দল। সেইমতোহ গত কয়েকদিন আগেই নয়া গোলকিপারের দিকে নজর পড়েছিল ম্যানেজমেন্টের। তাদের পছন্দের তালিকায় রয়েছে এফসি গোয়ার গোলরক্ষক ধিরাজ সিংয়ের উপর। বলতে গেলে এবারের আইএসএল মরশুমের প্রথম লেগে ভালো গোলকিপারের অভাবে ভুগতে হয়েছে তাই ফুটবল দলকে।

তাই সেক্ষেত্রে তরুণ প্রতিভার উপরেই নজর পড়ে নর্থইস্টের। তবে তিনি একা নন। দলে ফরওয়ার্ড লাইনকে আরও শক্তিশালী করে তুলতে এবার এক অজি ফরওয়ার্ডের দিকে নজর পড়েছে তাদের। সেই তারকার নাম হল টমি জুরিক।

ক্যারিয়ারে প্রথম দিকে ক্রোয়েশিয়ার বেশ কিছু ফুটবল ক্লাবে খেলেছেন টমি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড হোক কিংবা ওয়েস্টার্ন সিডনি অথবা মেলবোর্ন। সবেতেই চুটিয়ে খেলেছিলেন তিনি। তবে এবার প্রথমবারের জন্য ভারতে আসছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। বল পায় আদৌ কতটা সক্রিয় হয়ে ওঠেন এখন সেটাই দেখার।