Kalinga Super Cup: সুপার কাপে গোলদাতার শীর্ষে লাল-হলুদের এই তারকা

Kalinga Super Cup: এবারের আইএসএল মরশুমের শুরুটাও খুব একটা ভালো থাকেনি লাল-হলুদের। প্রথম ম্যাচে দাপিয়ে খেললেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল জামশেদপুরের বিপক্ষে। যার দরুন…

Cleiton Silva

Kalinga Super Cup: এবারের আইএসএল মরশুমের শুরুটাও খুব একটা ভালো থাকেনি লাল-হলুদের। প্রথম ম্যাচে দাপিয়ে খেললেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল জামশেদপুরের বিপক্ষে। যার দরুন পয়েন্ট ভাগাভাগি করি মাছ ছাড়তে হয়েছিল দুই দলকে। যদিও পরবর্তী ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে সহজ জয় তুলে নেয় মহেশরা।

কিন্তু এরপর টানা তিন ম্যাচে শুধুই হতাশা। পরাজিত হতে হয়েছিল মানালো মার্কেজ থেকে শুরু করে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে। তারপর জয় আসলেও ওডিশা ও মুম্বাইয়ের মত ফের আটকে যেতে হয়েছিল মশাল ব্রিগেডকে। যার দরুন পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়ে ময়দানের এই প্রধান।

তবে সেখান থেকে কিছুটা হলেও ভালোভাবে সুপার কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল। আইএসএলের পাশাপাশি আই লীগের শক্তিশালী দল কেও পরাজিত করে কুয়াদ্রাতের ছেলেরা। এমনকি গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও কঠিন লড়াই দিয়ে তারা আটকে দেয় মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যার দরুন, এবার সুপার কাপের সেমিফাইনাল খেলা সৌভাগ্য হয়েছে ময়দানের এই প্রধানের। মুখোমুখি হতে হবে জামশেদপুর এফসির বিপক্ষে। তবে ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা বলাই যায়। গত কয়েক সপ্তাহ আগেই জামশেদপুর দলের দায়িত্ব নিয়েছেন খালিদ জামিল। তারপর থেকেই এক আলাদা ছন্দ পেয়েছে এই ফুটবল ক্লাব। বিশেষ করে রক্ষণাত্মক ফুটবল খেলানোর ক্ষেত্রে খালিদ জামিল যে কতটা সিদ্ধহস্ত তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তাই সবদিক বিচার বিবেচনা করেই গুটি সাজাবে কুয়াদ্রাত। এক্ষেত্রে তার তুরুপের তাস হয়ে উঠতে পারে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। আইএসএলের প্রথম লেগে অনেকটা অফ কালার থাকলেও এবারের এই কলিঙ্গ সুপার কাপে দুরন্ত ফর্মে রয়েছেন ক্লেটন। এখনো পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলে চারটি গোল করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

তারপরই রয়েছেন জামশেদপুর এফসির ড্যানিয়েল চিমা চুকু। দুই ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে তিনটি গোল। এছাড়াও তিন ম্যাচ খেলে তিনটি করে গোল করেছেন নর্থইস্ট ইউনাইটেড থেকে নেস্টার, কেরালার ডায়মন্ডটা কোস্ট, ও মুম্বাই সিটির আয়ুষ। তাই এবারের সেমিফাইনালেও লাল-হলুদের এই বিশ্বস্ত যোদ্ধা তথা অধিনায়কের উপরেই বাড়তি নজর থাকবে সমর্থকদের।