HomeSports Newsআমেরিকায় ছুটির মেজাজে আলাদিন আজারাই

আমেরিকায় ছুটির মেজাজে আলাদিন আজারাই

- Advertisement -

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে গতবারের ফুটবল মরসুম শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড কাপ। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। প্রথমবারের মতো এই‌ ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ও জয় দিয়ে শুরু করেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

   

তারপর সময় যত এগিয়েছে ততই বজায় থেকেছে সেই ধারা। অনায়াসেই প্রথম ছয়ে উঠে এসেছিল নর্থইস্ট। পরবর্তীতে জয়ের ধারা বজায় থাকার সুবাদে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল আলাদিন আজারাইরা (Alaaeddine Ajaraie)। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। সেই ম্যাচে হেরেই ছিটকে যেতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ থেকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। তাই ডুরান্ড কাপ নিয়েই সিজন শেষ করেছে জন আব্রাহামের দল।

সেইসাথে অনেক আগে থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। তাঁর দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল এই ফুটবল দলের। সেইমতো আলাদিন আজারাইয়ের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে তাঁদের তরফে। বলাবাহুল্য, গতবারের ফুটবল সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই মরোক্কান তারকার। একের পর এক ম্যাচে সহজেই জয় এনে দিয়েছিলেন দলকে। যারফলে আগামী সিজনে ও তাঁর উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন এই তারকা ফুটবলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Alae Ajraie (@alaeajaraie14)

ঘন্টাখানেক আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা। যেখানে আমেরিকার সিং বিচের পাশাপাশি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। এছাড়াও রকমারি খাবারের ছবি ও আপলোড করেন এই ফুটবলার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular