Jon Gaztanaga: এই স্প‍্যানিশ মিডফিল্ডার’কে দলে নিল নর্থইস্ট ইউনাইটেড

দুই বারের আইএসএলের সেমিফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড দলে নিল ৩১ বছর বয়সী স্প‍্যানিশ মিডফিল্ডার Jon Gaztanaga Arrospide -কে। হাইল‍্যান্ডারের দলে যোগ দেওয়া দ্বিতীয় বিদেশি ফুটবলার তিনি।…

Jon Gaztanaga

দুই বারের আইএসএলের সেমিফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড দলে নিল ৩১ বছর বয়সী স্প‍্যানিশ মিডফিল্ডার Jon Gaztanaga Arrospide -কে। হাইল‍্যান্ডারের দলে যোগ দেওয়া দ্বিতীয় বিদেশি ফুটবলার তিনি। সূত্রের খব‍র অনুযায়ী এই স্প‍্যানিশ ফুটবলারের সাথে একবছরের চুক্তি করা হয়েছে। খুব শীঘ্রই গুয়াহাটিতে দলের সাথে যোগ দেবেন তিনি।

রিয়াল সোসিদাদের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার, পরবর্তী সময়ে স্প‍্যানিশ ক্লাবের ‘বি’ দলের হয়ে খেলেছিলেন দীর্ঘ সময়। বি দলের হয়ে ১১৫ ম‍্যাচ খেলেছিলেন, তিনটি গোল করেছিলেন, এরপর সুযোগ পান সিনিয়র দলে।

ক্লাবের লা লিগার আটটি ম‍্যাচে খেলার পাশাপাশি একটি চ‍্যাম্পিয়ান্স লিগের ম‍্যাচেও খেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে স্প‍্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেকেন্ড ডিভিশন ক্লাব সিডি নুমানশিয়া’তে খেলেন।সেই ক্লাবে ৩৪ টা ম‍্যাচ খেলেছিলেন।

Advertisements

পরবর্তী সময়ে সাইপ্রাসের ক্লাব AEL Limassol এ যোগদান করেন। সেখানে ৪৫ টা ম‍্যাচ খেলেছিলেন।জিতেছেন সাইপ্রাসের চ‍্যাম্পিয়ানশিপ।এরপর রোমানিয়া, স্পেনের ক্লাবে খেলেছিলেন। এবার নর্থইস্ট ইউনাইটেডের হয়ে তিনি কি করেন এখন সেটাই দেখার বিষয়।