North East United FC: আইলিগের তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে নর্থইস্ট

Mayakkannan Muthu

মরশুম ধরেই ছন্দে নেই নর্থইস্ট ইউনাইটেড (North East United FC)। শুরুতে কিছুটা লড়াকু মেজাজে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে যায় এই ফুটবল ক্লাব। সেজন্য, পয়েন্ট টেবিলের অনেকটা নিচে চলে আসতে হয় তাদের। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচে জয় এলেও পরবর্তীতে বাড়তে অমীমাংসিত ম্যাচের সংখ্যা। পাশাপাশি দেখা দেয় চার ম্যাচ হারের জ্বালা।

স্বাভাবিক ভাবেই তা হতাশ করেছিল দলের সমর্থকদের। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেশকিছুটা বদল আনা হয় দলের মধ্যে।

   

টম জুরিক থেকে শুরু করে একাধিক ফুটবলারদের আনা হয় এই দলে‌। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। এরপর থেকেই অনবদ্য ছন্দ দেখা দিয়েছিল জন আব্রাহামের এই ফুটবল ক্লাবের। তবে মুম্বাই সিটির মতো হেভিওয়েট দলগুলির সামনে কার্যত দিশেহারা হয়ে যেতে হয়েছিল হুয়ান পেদ্রো বেনোলীকের ছেলেদের।‌ তবুও অনবদ্য লড়াই করে এবারের আইএসএল মরশুমের প্লে-অফের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল এই ফুটবল ক্লাব। মূলত ষষ্ঠ স্থান পাকা করার জন্য চেন্নাইন এফসি থেকে শুরু ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির মত ক্লাবগুলির সাথে লড়াই করতে হয়েছিল তাদের। যদিও শেষ পর্যন্ত খালি হাতেই অভিযান শেষ করতে হয় নর্থইস্টকে।

তবে নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে পেদ্রো বেনোলীকের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আইলিগের বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে এই ক্লাবের। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসতে শুরু করেছে মায়াক্কান্নান মুথুর কথা। এই সিজনে শ্রীনিধি ডেকানের হয়ে খেলেছেন বছর ছাব্বিশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হায়দরাবাদের এই দলের জার্সিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে তার। সেজন্য, নতুন আইএসএল সিজনে তাকেই চূড়ান্ত করার পথে নর্থইস্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন