Sunday, December 7, 2025
HomeSports NewsNorth East United FC: জানুয়ারির শুরুতেই চুক্তি বাড়িয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড

North East United FC: জানুয়ারির শুরুতেই চুক্তি বাড়িয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেড

- Advertisement -

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (North East United FC) প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালির (Juan Pedro Benali) চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা সিদ্ধান্তের কথা জানিয়েছে। চুক্তিটি পরবর্তী মরসুম পর্যন্ত বহাল চলবে। সেই সঙ্গে এটি আরও এক মরসুম বাড়ানোর বিকল্প থাকবে। জুয়ান অসাধারণ কোচিং দক্ষতা দেখিয়েছেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ধৈর্য এবং সংকল্পের সাথে চ্যালেঞ্জিং সময়ে পরিচালনা করেছেন।

   

খেলোয়াড়দের কাছ থেকে সেরাটি বের করে নিয়ে আসার ক্ষেত্রে নিজের কোচিং দক্ষতার পরিচয় দিয়েছেন। বেনালি তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা রেখে সুযোগ ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছেন জরুরি ম্যাচ। প্রস্তুত হতে পারছেন ভারতের বেশ কয়েকজন তরুণ ফুটবলার। জুয়ানের অধীনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বর্তমানে ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। মরসুমের অর্ধেক অংশ এখনও খেলা বাকি। দলটি ইতিমধ্যে আগের মরসুমের চেয়ে দ্বিগুণেরও বেশি পয়েন্ট অর্জন করেছে।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মালিক জন আব্রাহাম পেদ্রো বেনালির সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ভক্তরা নর্থ ইস্ট ইউনাইটেডের হৃদস্পন্দন। এবং এই চুক্তির মেয়াদ বাড়ানো তাদের প্রতি অঙ্গীকার। খেলাটির প্রতি জুয়ানের আবেগ, তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা উন্মোচন করার ক্ষমতা প্রশংসা করার মতো। তিনি দলের একজন দক্ষ নেতা। একসাথে আমরা আগামী মরসুমে সাফল্যের জন্য একটি মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular