Parthib Gogoi: একসঙ্গে ভাঙল মোহন-ইস্ট সমর্থকদের মন

Parthiv Gogoi

চলতি মরসুমে আলোচনার কেন্দ্র বিন্দুতে এক ভারতীয় তরুণ ফুটবলার। নামীদামী বিদেশি ফুটবলারদের ছায়া থেকে বেরিয়ে নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেছে সে। মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছিলেন এই তরুণ যেন তাদের দলের হয়ে আগামী মরসুমে খেলুক।

Advertisements

আপাতত পার্থিব গগৈয়ের (Parthib Gogoi) এর বদলের কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, পার্থিবের বর্তমান ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড দীর্ঘ মেয়াদী চুক্তি করছে ভারতীয় ফুটবলের ওয়ান্ডার কিডের সঙ্গে। সব ঠিক থাকলে ২০২৭ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে দেখা যাবে পার্থিব গগৈকে।

সোমবার বিকেলে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে ট্রেন্ড করতে শুরু করে পার্থিব গগৈ। নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি হওয়ার খবর ছড়িয়ে পড়ে নিমেষে। মোহন, ইস্ট ক্লাবের সমর্থকদের কাছেও এই খবর যেতে দেরি হয়নি।

Advertisements

চলতি ইন্ডিয়ান সুপার লীগে দারুণ ফর্মে রয়েছেন পার্থিব। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে জোরালো শটে ইতিমধ্যে করেছেন একাধিক গোল। আন্তর্জাতিক ক্ষেত্রে হওয়া সেরা কিছু গোলের পাশে রাখা যেতে পারে পার্থিবের করা এই সব সুন্দর গোল। আপাতত লীগের সবোর্চ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। আশা করা হচ্ছে মরসুমের বাকি অংশে নিজের ফর্ম ধরে রাখতে পারবেন।