নিজের উত্তরসূরী হিসেবে আইএসএলের অন্য এক কোচকে বেছে নিলেন ইগোর

ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলে বিদেশি কোচেদের রমরমা আরও বেড়েছে। বড় কোনো ক্লাবের দায়িত্বে এখন ভারতীয় কোচ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্ডিয়ান…

Manolo Marquez

ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলে বিদেশি কোচেদের রমরমা আরও বেড়েছে। বড় কোনো ক্লাবের দায়িত্বে এখন ভারতীয় কোচ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্ডিয়ান সুপার লীগে দায়িত্ব প্রাপ্ত কোচেদের মধ্যে থেকে নিজের উত্তরসূরীর নাম জানালেন ভারতের জাতীয় দলের বর্তমান কোচ ইগোর স্টিম্যাচ (Igor Stimac)।

এক সাক্ষাৎকারে নিজের উত্তরসূরীর নাম জানিয়েছেন ইগোর স্টিম্যাচ। তিনি বলেছেন, “কখনও যদি আমি দলের দায়িত্বে না থাকি, তাহলে আমার জায়গায় মানালো মার্কেজকে দেখতে চাইবো। কারণ, তিনি তরুণ ফুটবলারদের ওপর ভরসা রাখেন এবং সুযোগ দিয়ে থাকেন। মানালোকে আরও বেশি সময় ভারতে রাখা দরকার। তিনি প্রতি বছর দুই তিনজন ফুটবলারকে তুলে আনছেন।”

সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইগোর স্টিম্যাচ। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রোরেশিয়া কোচের সঙ্গে পথ চলা আরও দীর্ঘ করেছে AiFF। সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত উপহার দিয়েছেন ভারতীয় ফুটবলাররা। ফলাফলের দিক থেকে ভারত ধারাবাহিক না হলেও তরুণ কয়েকজন ফুটবলার ফুটবল প্রেমীদের নজর কাড়ছেন ক্রমাগত।

ইগোর স্টিম্যাচ ISL এর বিভিন্ন ম্যাচে নিজে উপস্থিত থেকেছেন। ক্লাব কোচদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে তিনি উৎসাহী। বারংবার জোর দিয়েছেন নতুন খেলোয়াড় তুলে আনার ব্যাপারে। এখন ভারতের জাতীয় দলে সুযোগ পাচ্ছেন ইন্ডিয়ান সুপার লীগ খেলা বহু উদীয়মান ফুটবলার।