এলসিনহো ও ভিগনেশকে নিয়ে কী বললেন উইলসন? জানুন

বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে বছর শেষ করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নতুন বছরের শুরু থেকেই জয়ের সরণিতে ফেরার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। শক্তিশালী…

Chennaiyin FC New signing Pritam Kotal will be in line to make his debut against Mohun Bagan SG

বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে বছর শেষ করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নতুন বছরের শুরু থেকেই জয়ের সরণিতে ফেরার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। শক্তিশালী ওডিশা এফসি থেকে শুরু করে কলকাতা ময়দানের দুই প্রধান। মহামেডান স্পোর্টিং ক্লাব হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। উভয়ের বিপক্ষে দাপটের সাথে ফুটবল খেললে ও জয়ের দেখা মেলেনি। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকলেই। যারফলে সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের নিশ্চিত করা কিছুটা হলেও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে আইএসএল জয়ী এই দলের কাছে।

তবে মহামেডান ম্যাচের হতাশা ভুলে গত মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। নিজেদের একাধিক সুযোগ হাতছাড়া করার মাশুল গুনতে হয় লুকাস বামব্রিলাদের। সম্পূর্ণ সময়ের শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় পক্ষকে। তবে মোহনবাগানের বিপক্ষে লড়াইটা যে খুব একটা সহজ ছিল না সেটা ভালো মতোই জানেন চেন্নাইয়িন এফসির সহকারী কোচ নোয়েল উইলসন। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা এমন একটি দলের সাথে খেলেছি যারা বর্তমানে আইএসএলের লিগ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে। আমার মনে হয় তাঁরা এখন লিগের সেরা দল। এই কারণেই তাঁরা টুর্নামেন্টের এক নম্বরে রয়েছে।”

   

তবে এই ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে দলের চেন্নাইয়িন এফসির তারকা ফুটবলার এলসিনহোকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাগানের তারকা ফুটবলার দীপক টাংরির সঙ্গে সংঘর্ষে জখম হন প্রতিপক্ষের এই তারকা ডিফেন্ডার। এমনকি ম্যাচের শেষ লগ্নে এসে চোট সমস্যার দরুন মাঠ ছেড়ে উঠে যেতে হয় ভারতীয় তারকা ভিগনেশ দক্ষিণামূর্তিকে। যা নিঃসন্দেহে চিন্তার রাখছে সকলকে। সাংবাদিকদের তরফে সেই নিয়ে প্রশ্ন করা হলে উইলসন বলেন, ” আমার মনে হয় এলসিনহোর ডান কাঁধে চোট এসেছে। এবং আমাদের দলের আরেক ফুটবলার ভিগনেশ‌ দক্ষিণামূর্তির কুঁচকিতে চোট রয়েছে। কিন্তু আমি আশা করছি আগামী গোয়া ম্যাচের আগে সকলেই সুস্থ হয়ে উঠবেন।”

আগামী ২৫শে জানুয়ারি আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি। ফতোরদা স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। এখন এই ম্যাচকেই পাখির চোখ করতে চাইবেন সকলে।