Noah Sadaoui: কেরালার সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট খুশি নোয়া সাদাউ

আসন্ন ফুটবল মরশুমে নোয়া সাদাউকে (Noah Sadaoui ) যে এসসি গোয়াতে দেখা যাবে না তার ইঙ্গিত মিলেছিল আগেই। গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল মানালো…

Noah Sadaoui

আসন্ন ফুটবল মরশুমে নোয়া সাদাউকে (Noah Sadaoui ) যে এসসি গোয়াতে দেখা যাবে না তার ইঙ্গিত মিলেছিল আগেই। গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল মানালো মার্কেজের এফসি গোয়া ছেড়ে দক্ষিণের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে (Kerala Blasters) যোগদান করবেন এই মরোক্কান উইঙ্গার। সেটাই হয়েছে এবার। ‌মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলের নাম সরকারিভাবে ঘোষণা করে মিকেল স্ট্যাহরের কেরালা। আসন্ন দুইটি মরশুমের জন্য তাকে দলে নিয়েছে এই ফুটবল ক্লাব। নোয়ার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই প্রভাব ফেলবে দলের আক্রমণভাগে।

এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, কেরালার মতো একটি আবেগঘন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট খুশি। কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের শক্তি ও সমর্থন অতুলনীয়। আমি তাদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি ক্লাবের সাফল্যের জন্য নিজের অবদান রাখতে এবং একটি উত্তেজনাপূর্ণ মরশুম শুরু করার জন্য যথেষ্ট আগ্রহী।

   

নয়া সিজনের আমরা সাফল্য পাওয়ার পাশাপাশি নিজেদের সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করবো। এই তারকা ফুটবলারের যোগদানের প্রসঙ্গে ক্লাবের ডিরেক্টর করলিস স্কিনকিস বলেন, নোয়া কেরালার সঙ্গে যুক্ত হওয়ায় আমরা সকলেই অত্যন্ত খুশি। আমরা আশা রাখি, তিনি আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবেন। সেই সাথে আসন্ন দুইটি মরশুমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

যতদূর জানা গিয়েছে, থাইল্যান্ডে দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন নোয়া সাদাউ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানেই প্রি-সিজন করবে গোটা দল। তারপর ভারতে ফিরে সূচী অনুযায়ী টুর্নামেন্ট শুরু করবে এই ফুটবল ক্লাব।