
শুক্রবার আইএসএলের (ISL) রোডম্যাপ নির্ধারণের বৈঠকে উপস্থিত ছিল না ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) কোনও প্রতিনিধি। এরপর থেকেই ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদের খেলাকে কেন্দ্র করে তৈরী হয়েছে এক বিরাট প্রশ্নচিহ্ন। এরমধ্যে থেকেই জোর জল্পনা আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অর্থাৎ দুর্গোৎসবের একাদশীর দিন শুরু হতে চলেছে আইএসএল।
আইএসএলের নতুন মরশুমের জন্য প্রতিটা দলকে শুক্রবার আলোচনার উদ্দেশ্যে ডাকা হয়েছিল।সেই আলোচনায় ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।তবে উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগানের প্রতিনিধিরা।লাল হলুদের তরফে কেউ এদিন উপস্থিত না থাকায় ফের আরেকবার ইস্টবেঙ্গল’কে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।ইনভেস্টেরের সাথে চুক্তি না মেটায় লাল হলুদের আইএসএলের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










