মহামেডান স্পোর্টিং সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃ্হস্পতিবার সকালে কলকাতায় পা রাখলেন নিকোলা স্টোজানোভিক (Nikola Stojanovic)।
সার্বিয়ার এই সেন্ট্রাল মিডফ্লিডারের অভাবে আইলিগের শুরু থেকেই ঢুকছিল টিম মহামেডান। ২৭ বছরের এই সেন্ট্রাল মিডিও দলে আসায় মাঝমাঠে সাদা কালো শিবিরের শক্তি বাড়ালো। ডিফেন্স থেকে মাঝমাঠ এবং মাঝমাঠ থেকে আপফ্রন্টে যে মিসিং লিঙ্ক তৈরি হয়েছিল মহামেডানের খেলায়, ওই খামতি মোছার লক্ষ্যে নিকোলার স্কোয়াডে ফিরে আসাটা খুবই জরুরি ছিল।
আগামী রবিবার, মহামেডান এসসি চলতি আইলিগে নিজেদের চার নম্বর ম্যাচ খেলতে নামবে ট্রাউ এফসির বিরুদ্ধে। এই ম্যাচে নিকোলা খেলবে কিনা তা এই মুহুর্তে ধোঁয়াশা রয়েছে।