ঘরের মাঠে হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ের মুখে দেখলো বার্সেলোনা (Barcelona), রোববার রেলিগেশনের আওতায় থাকা মালরোকা’কে ২-১ গোলে হারিয়ে দিলো জাভির ছেলেরা।দুই অর্ধে দলের হয়ে দুটো গোল করেন মেম্ফিস ডিপে এবং সের্গিও বসকুয়েটস,এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো বার্সেলোনা।
বার্সার ম্যাচ জয়ের পর ফ্যানেরা ভূয়সী প্রশংসা করেছেন মেম্ফিস ডিপে’র।বছর ২৮ এর এই ডাচ ফুটবলারের এদিনের পারফরম্যান্স ছিলো চোখ ধাঁধানো।ম্যাচের ২৫ মিনিটে জোর্ডি আলবা’র বাড়ানো লং বল থেকে হাফ ভলিতে দর্শনীয় গোল করে যান ডিপে।
MEMPHIS DEPAY !! 🦁⚽️
Jordi Alba 🎯 #BarçaMallorca pic.twitter.com/mUrONKAN3p
— BarcaFRNews 📹 (@BarcaFRNews_) May 1, 2022
গত গ্রীষ্মে লিয়ঁ থেকে বার্সেলোনায় যোগ দিলেও তেমন নিয়মিত ছিলেন না তিনি প্রথম একাদশে, খুব বেশি একটা ম্যাচে সুযোগ পাননি।পরবর্তী সময়ে জাভি তাকে লেফট উইংগার হিসেবে ব্যবহার করেন,৩৩ ম্যাচ খেলে ১১ টি গোল করেন তিনি।
পরবর্তী সময়ে ট্যুইটারে এই ডাচ ফুটবলারের।ভূয়সী প্রশংসা মজেন বার্সেলোনার ফ্যানেরা।কেউ কেউ ডিপে’কে নেইমারের সাথে তুলনা’ও করেছেন এদিন।
২০২১ সালে ক্যাম্প ন্যু’তে আসেন ডিপে।সেই সময় তাকে কেন্দ্র করে পাহাড় প্রমাণ প্রত্যাশা তৈরী হয়েছিল বার্সা শিবিরে।প্রাথমিক ভাবে তেমন কিছু করতে না পারলেও পরবর্তী সময়ে দারুণ ভাবে নিজেকে মেলে ধরেন তিনি, বর্তমানে দল বদলের বাজারে তাকে নেবে আগ্রহ প্রকাশ করেছে নিউক্যাসেল,আর্সেনাল, এভার্টনের মতো প্রিমিয়ার লিগের ক্লাব গুলো।এর আগে ইপিএলে খেলার অভিজ্ঞতা ভালো নয় ডিপে’র,২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন তিনি,৫৫ ম্যাচ খেলে ৭ টা গোল করেছিলেন তিনি।১৮ মাস বাদে লিয়ঁ’তে যোগ দেন ডিপে।